Jharkhand : এক হাজার নারীহত্যা, অপবাদে ডাইনি

রাখী পোদ্দার, কলকাতা : ছোটোবেলায় প্রায় আমরা সকলেই ঠাকুরমায়ের কাছ থেকে বিভিন্ন কাহিনী ও রূপকথার গল্পে বহুবার ডাইনির প্রসঙ্গ শুনেছি। শুনেছি গ্রামগঞ্জে এই ডাইনিদের ( Witchcraft) হদিস পেলে গ্ৰামবাসীরা নিজেদের সুরক্ষার্থে কীভাবে বলি দিত এদের। কি বিভৎস ভয়ংকর সেই কাহিনীগুলো। কিন্তু গল্পের এই ডাইনিদের বলি দেওয়া শুধু গল্প হয়েই থাকেনি, কান পাতলে বাস্তব জীবনেও শুনতে পাওয়া যায় এমনই রোমহর্ষক ঘটনা। সম্প্রতি পুলিশের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। প্রতিদিন গড়ে তিনজন ডাইনি শিকারের ঘটনা রেকর্ড করা হয়েছে। গত ২২ বছরে এক হাজার মানুষকে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ভারতের ঝাড়খণ্ড ( Jharkhand) রাজ্যে।
Jharkhand : ডাইনি অপবাদে পিটিয়ে খুন
একবিংশ শতাব্দীতেও ভারতে ডাইনি অপবাদে পিটিয়ে খুন। শুনে অবাক হলেও এটাই বাস্তব।ঝাড়খণ্ডকে ২০০০ সালে বিহার থেকে পৃথক করে স্বতন্ত্র রাজ্য হিসাবে ঘোষণা করা হলেও, কুসংস্কারে ঘেরা ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটতে দেখা যায় ঝাড়খণ্ডে ( Jharkhand) । চলতি বছরে আজ অবধি পাঁচজন এই কুসংস্কারের কারণে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ডাইনি অপবাদে ( Scandal) পিটিয়ে খুনের ( Murder) ঘটনায় এক হাজার জনের মধ্যে ৯০ শতাংশই মহিলা। তথ্য অনুসারে, ২০২১ সালে ২৪ জন এই কুসংস্কারের বলি হয়েছেন। যদিও ২০২১ সালের পুরো তালিকা এখনও আসেনি। গত সাত বছরে ঝাড়খণ্ডে ২৩০ জনের মৃত্যুর কারণ হল ডাইনি অপবাদ।
Jharkhand : অভিযুক্ত পঞ্চায়েত প্রধান
ঝাড়খণ্ডের ( Jharkhand) গুমলা জেলার লুকিয়া গ্রামে চলতি বছরের ২রা জানুয়ারি এক মহিলাকে ডাইনি অপবাদে ( Scandal) মারধর করেন সেখানকার স্থানীয়রা। মারধর করার ফলে মৃত্যু হয় তাঁর। মাকে রক্ষা করতে অজয় ও সঞ্জয় নামে তাঁর দুই ছেলে ছুটে গেলে তাঁদের দড়ি দিয়ে বেঁধে নির্মম প্রহার করা হয়। ফলে দুই ভাই গুরুতর আহত হন। এই ঘটনায় পুলিশ যে অভিযোগ দায়ের করে সেখানে মূল অভিযুক্তের তালিকায় রয়েছেন স্বয়ং পঞ্চায়েত প্রধানসহ গ্ৰামের আরও ১০ জন। এছাড়াও ২০২২ সালের ৫ই জানুয়ারি খুনতি জেলার অদকি থানার তিরলা গ্রামে এক যুগলকে পিটিয়ে খুন করেন প্রতিবেশীরা। অভিযোগ, তাঁরা ‘কালাজাদু’ জানতেন। যদিও পাঁচদিন পর এই খবর প্রকাশ্যে আসে।
১২ই জানুয়ারি ফের ডাইনি সন্দেহে মারধরের ঘটনা ঘটে ঝাড়খণ্ড ( Jharkhand) রাজ্যে। থেতাই থানার অন্তর্গত কুড়পানি গ্রামে এক মহিলাকে ডাইনি অপবাদে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তের বয়ান অনুযায়ী, ঝড়িয়ো নামে এক প্রতিবেশীর ‘কুনজর’-এ অকালে মারা যান তাঁর স্ত্রী। এখনও রাঁচির এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা। একই কারণে ২৭শে জানুয়ারি প্রাণ হারান আরও একজন। পুলিশ সূত্রে জানা যায়, মহিলাকে খুনের পর গাড়িতে দেহ লুকিয়ে, গাড়িটিকে খুনতি থানা এলাকার একটি নির্জন জঙ্গলে ফেলে রাখেন চার অভিযুক্ত। আর এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত পেশায় একজন নার্স। সালোমি মিজ নামে ওই নার্স জানান হঠাৎ তাঁর ছেলের মৃত্যু হয়। নার্সের ঘোর সন্দেহ, নোরা লকড়া নামে তাঁর ভাড়াটে ডাকিনী বিদ্যা করে তাঁর ছেলেকে মেরে ফেলেছেন।
আরও পড়ুন-Khardaha : এ যেন ‘ব্রক্ষ্মা জানেন গোপন কম্মটি’র সিকুয়াল, পৈতে ধারণ করল একরত্তি মেয়েhttps://thebengalichronicle.com/khardaha-girl-upanayana/
আরও পড়ুন-Fuchka seller: MA পাশ করেও বিক্রি করতে হচ্ছে ফুচকা, ভাগ্যের পরিহাস নাকি সরকারের ভাঁড়ার খালিhttps://thebengalichronicle.com/ma-pass-lady-fuchka-seller/
Jharkhand : সিআইডি-র রিপোর্ট
২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি মাসে গুমলা জেলায় পাঁচজনকে ধারাল অস্ত্র দিয়ে খুনের অভিযোগ ওঠে আট জনের বিরুদ্ধে। তার আগের দু’মাসে তিনজন এই কুসংস্কারের বলি হন। ঝাড়খণ্ড পুলিশের রিপোর্ট অনুযায়ী, গত সাত বছর ধরে প্রতি বছর গড়ে ডাইনি সন্দেহে খুনের ঘটনা ৩৫টি। সিআইডি-র ( CID) রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে ডাইনি সন্দেহে ৪৬ জন মহিলাকে পিটিয়ে মারা হয়। ২০১৬ সালে ৩৯জন, ২০১৭ সালে ৪২জন, ২০১৮ সালে ২৫জন, ২০১৯ সালে ২৭জন এবং ২০২০ সালে ২৮ জন এই কুসংস্কারের বলি হয়েছেন।