Bollywood News : ধুমপান থেকে দাঁত দিয়ে নখ খাওয়া! রইল বলি তারকাদের অদ্ভুত বদভ্যাসের তালিকা

ভালো মন্দ নিয়েই মানুষ। মানুষের কিছু ভালো অভ্যাস যেমন থাকে তেমনই বদভ্যাস ও থাকে। কিছু কিছু অভ্যাস আবার এতটাই খারাপ হয় যে অবচেতনে জনসমক্ষেও তার প্রকাশ ঘটিয়ে ফেলে মানুষ। অভিনেতা অভিনেত্রীরাও দিনের শেষে মানুষ তাই তাদেরও ভালো মন্দ থাকে৷ আজ ‘বেঙ্গলি ক্র‍্যোনিক্যেল’ এর পাতায় তুলে ধরব তারকাদের এমনই কিছু বদভ্যাসের কথা যার জেরে জনসমক্ষে বেশ বিপাকে পড়েছিলেন তারা( Bollywood News )।

সলমন খান (Salman Khan) :

Bollywood News

সুগন্ধী সাবান সংগ্রহের আসক্তি রয়েছে বলি ভাইজান সলমনের। তার সংগ্রহে রয়েছে, সমস্ত হস্তনির্মিত, ডিজাইনার এবং ভেষজ সুগন্ধী সাবান। সেটে ঢুকলেই সলমনের গায়ের গন্ধেই যার উপস্থিতি টের পাওয়া যায়।

রানী মুখার্জি (Rani Mukherjee) :

Bollywood News

সাধারণ মানুষের চা বা কফি ছাড়া সকাল শুরু হয় না, কিন্তু অভিনেত্রী রানী মুখার্জির সিগারেট ছাড়া চলেনা। অসম্ভব ধুমপানের নেশা রয়েছে মার্দানির।

করিনা কাপুর খান (Kareena Kapoor khan) :

Bollywood News

বলিউডের ডিভা কারিনা কাপুর খানের দাঁত দিয়ে নখ খাওয়ার বদ অভ্যাস রয়েছে। তার এই অভ্যাস এতটাই খারাপ যে মাঝেমধ্যেই ক্যামেরাতেও করিনার নখ খাওয়ার ছবি ধরা পড়ে যায়।

ববি দেওল (Boby Deol) :

Bollywood News

ববি দেওল চরম কুসংস্কারাচ্ছন্ন। বহু কিছুতেই ভয় রয়েছে অভিনেতার, তাই ব্যাগে করে সবসময় কাঠের টুকরো বয়ে বেড়ান ববি। মনে করা হয় কাঠ শুভ জিনিস।

শাহিদ কাপুর (Shahid Kapoor):

Bollywood News

সুরা বা ধুমপান নয় কবীর সিং শাহিদ কাপুরের অসম্ভব কফির নেশা রয়েছে। একেক দিন নাকি প্রায় ১০ কাপেরও বেশি কফি খেয়ে ফেলেন অভিনেতা।

আরও পড়ুন Happy Valentines Day 2022 : প্রেমিক আপনাকে দেখবে আখি ভরে, দেখে নিন প্রেমদিবসের মেকআপ টিপস




Leave a Reply

Back to top button