Bappi Lahiri : বলিউড থেকে বিদেশ যার সুর বিস্তৃত, এমনকি গিনেস বুকে জায়গা করে নিয়েছিলেন বাপ্পি লাহিড়ী

আবারও ইন্দ্রপতন ঘটল বলিউডে। মাত্র ৬৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি। প্রথম কেরিয়ার তিনি বলিউডে তৈরী করেছিলেন। কিন্তু তাঁর গানের জনপ্রিয়তা ছড়িয়ে গিয়েছিল বিেদশেও। বাপ্পি লাহিড়ি( Bappi Lahiri ) প্রথম ভারতীয় সঙ্গীত পরিচালক যাঁর নাম রয়েছে গিনেস বুকে লেখা আছে। ভাবলেও অবাক লাগে তিনি মাত্র ১১ বছর বয়সে গানে সুর দিয়েছিেলন( Bappi Lahiri passes away ) ।

Bappi Lahiri

ইন্দ্রপতন বলিউডে

লতা মঙ্গেশকরের মৃত্যুর শোক থেকে সামলে ওঠার আগেই আরেক নক্ষত্র পতন। মারা গিয়েছেন বাপ্পি লাহিড়ি। প্রায় ১ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শারীরিক অসুস্থ্তার কারণে। বিরল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ছিলেন বাপ্পি দা। সোমবার ছুটি পেয়ে বাড়ি আসলেও পরের দিন তাকে ভর্তি করা হয় নার্সিংহোমে শারীরিক অবনতির জন্য। মঙ্গলবার সেখানেই ঘুমের মধ্যেই চিরঘুমে চলে যান প্রবাদ প্রতিম সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি।

গিনেস বুকে বাপ্পি লাহিড়ির নাম

বলিউডের এই সঙ্গীত পরিচালকের নাম ছিল গিনেস বুকেও। তিনি অন্য ধারার গানের সূচনা করেছিলেন বলিউডে। ৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করেছিলেন তিনি। এই কারণের জন্য ১৯৮৬ সালে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন বাপ্পি লাহিড়ি। বলিউডের গন্ডি টপকে বিদেশেও ছড়িয়ে গিয়েছিল তাঁর সুর। লাহিড়ি একমাত্র মিউজিক ডিরেক্টর যিনি ১৯৮৯ সালে জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রিত হয়েছিলেন।

 বাঙালির প্রিয় বাপ্পি লাহিড়ির

গতকালই রাত্রে মারা গিয়েছেন বাংলার অন্যতম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার পরের দিন সকালেই মারা গেলেন বাপ্পি লাহিড়ি। পর পর ২ দিন দুই কিংবদন্তী বাঙালি শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য তথা ভারতবর্ষ। সকালেই শোক প্রকাশ করেছেন নিজ ভঙ্গিমায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাংলার শিল্পী মহলও অত্যধিক শোকস্তদ্ধ। প্রয়াণের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন ঊষা উত্থুপ, আরতি মুখোপাধ্যায়র সহ আরও অন্যান্যরা। ঊষা উত্থপ বলেছেন “ভাবতেই পারছি না বাপ্পিদা নেই।” বাপ্পি লাহিড়িই একমাত্র যিনি ঊষা উত্থুপকে গানের জগতে প্রতিষ্ঠীত হতে সাহায্য করেছিলেন। তাঁর সুর কম্পোজ করা অনেক গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন আমাদের চেনা ঊষা উত্থুপ। শোক প্রকাশ করেছে কুমার শানু, জিৎ গঙ্গোপাধ্যায়ও। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সকলের প্রিয় বাপ্পি দা বঙ্গ বিভূষণ সম্মানও পেয়েছিলেন। বলিউডে নিজের গানের ঘরানা তৈরি করেছিলেন বাপ্পি লাহিড়ি।

আরও পড়ুন : Sandhya Mukhopadhyay Passes Away: আকাশবাণী থেকে শুরু সংগীত জগতের যাত্রা পথ, শেষ রাতের আকাশে সন্ধ্যার ছায়া




Leave a Reply

Back to top button