Bappi Lahiri : ঘরে ছিল সোনার পাথর বাটি, সোনার ছেলে বাপির সোনার পরিমাণ জানেন

রাখী পোদ্দার, কলকাতা : মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববাসী চিরতরে হারিয়েছিলেন তাঁদের প্রিয় গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়কে। এই শোক সামলে উঠতে না উঠতেই ফের আরেক দুঃসংবাদে ভারাক্রান্ত হয়ে উঠে সকলের মন। এদিন বুধবার সকালে চির ঘুমের দেশে চলে গেলেন আমাদের সকলের প্রিয় বাপ্পী লাহিড়ী ( Bappi Lahiri)। তাঁর কর্মজীবনে একের পর এক হিট গান তিনি উপহার হিসেবে দিয়েছেন গোটা দেশবাসীকে। বাপ্পি লাহিড়ীর গান যেমন জগতজোড়া বিখ্যাত, তেমনি তাঁর সোনার প্রতি ভালোবাসার কথাও অজানা নয় কারোর। আর তাঁর এই সোনার প্রতি ভালোবাসা থেকেই তিনি সকলের কাছে শুধুমাত্র সঙ্গীত শিল্পী কিংবা সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত নয়, তাঁকে “ইন্ডিয়ান গোল্ডম্যান” ( Indian Goldman) বলেও অভিহিত করা হয়।

Bappi Lahiri

Bappi Lahiri : ধনতেরাস –

সোনার প্রতি তাঁর এই ভালোবাসার কারণেই প্রত্যেক বছর ধনতেরাসে ( Dhanteras) তিনি সোনার তৈরি নতুন কোন জিনিসটি কিনলেন তা জানতে অধীর আগ্ৰহে থাকেন ভক্তেরা। ধনতেরাস ভারতীয়দের একটি পবিত্র উৎসব। এই দিনটিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন থাকলেও এখন বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই উৎসব। এই উৎসবে মূলত সোনা কেনা হয়। সোনা না কিনতে পারলেও যে-কোনও ধাতুই কেনাকে শুভ বলে মনে করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব সকলেই ভিড় জমান সোনার দোকানে। আর এমন একটি দিনে সোনা প্রিয় বাপ্পী লাহিড়ী কিছু কিনবেন তা হয় নাকি। বলিউডের গোল্ড ম্যান বাপ্পি লাহিড়ী ( Bappi Lahiri) আগের বছর কি কিনলেন জানেন? জানলে অবাক হবেন আপনিও।

Bappi Lahiri : বাপির গোল্ড কালেকশনে

প্রত্যেক বছরই ধনতেরাসে কিছু না কিছু সোনা কিনে থাকেন বাপ্পি লাহিড়ী ( Bappi Lahiri)। নানান সোনার গয়নার সম্ভার রয়েছে তাঁর কাছে। বেশিরভাগ গয়নারই নাম রয়েছে ঈশ্বরদের নামে। বালাজী আছেন, গণপতি বাপ্পা আছেন, হরে কৃষ্ণ আছেন। জানা গিয়েছে, হরে কৃষ্ণ চেনটা তাঁকে তাঁর মা দিয়েছিলেন প্রথম। পরবর্তী সময়ে তাঁর স্ত্রী তাঁকে সুন্দর গণপতি চেনটি দেন। এছাড়াও স্ত্রীয়ের দেওয়া দারুণ সোনার ব্রেসলেটেরও কালেকশন রয়েছে বাপ্পী লাহিড়ীর।

Bappi Lahiri : ধনতেরাসে কিনেছিলেন গোটা সেট

আগের বছর ধনতেরাসে কোনো সোনার গয়না কেনেননি, এক্কেবারে অন্য পথে হেঁটেছিলেন তিনি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ী ( Bappi Lahiri) বলেন, “সোনার গয়না আমার কাছে হরেক রকমের রয়েছে। তাই এবার আর গয়না কিনলাম না। বরং কয়েকদিন আগে সোনার চায়ের কাপ ও প্লেট দেখেছিলাম। স্ত্রীকে বললাম এবারের ধনতেরাসে সেটাই কিনে নিয়ে এসো! তাই আজকের শুভদিনে আমার স্ত্রী সোনার টি-সেটটিই ( Gold Tea Set) কিনে আনলেন। বলা ভাল অনেক দিনের একটা ইচ্ছে এবারের ধনতেরাসে পূর্ণ হল”। বাপ্পী দা যেমন সোনা ভালোবাসেন তেমনই তাঁর মন যে সোনায় মোড়া তা সকলেই জানে। এর আগে বহুবার বিভিন্ন রিয়েলিটি শোতে কেউ ভালো গান গাইলে তাঁকে সোনার চেন উপহার দিয়েছেন তিনি।

আরও পড়ুন : Bappi lahiri : তিন বছর বয়সেই তবলাতে হাতেখড়ি, প্রায় দুশক বাপির সুরের জাদুতেই মজে ছিল আপামোড় বাঙালি




Leave a Reply

Back to top button