Petrol Diesel Price : ৫ রাজ্যে বাজছে নির্বাচনী দামামা, ভোট পর্ব মিটতেই কি বাড়তে চলেছে পেট্রো পণ্যের দাম

রাখী পোদ্দার, কলকাতা : সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ( Crude Oil) দাম লাগাতার বাড়া সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ( Petrol Diesel Price) অপরিবর্তিতই রেখেছে সরকারি তেল সংস্থাগুলি। ফলে স্বাভাবিক ভাবেই এর প্রভাব লক্ষ্য করা গিয়েছে তেল কোম্পানিগুলির আয়ের উপরও। বিশেষজ্ঞদের মতে সাধারণত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই তেলের দাম বাড়াচ্ছে না সরকারি তেল কোম্পানিগুলি। বিধানসভা নির্বাচন শেষ হতেই কোম্পানিগুলি পেট্রোল ডিজেলের দাম প্রতি লিটারে পাঁচ থেকে ছয় টাকা ( Rs 5-6 per liter) বাড়াতে পারে। তেলের কয়েকমাস ধরে বৃদ্ধি না করায় ব্যাপক লোকসানের মুখোমুখি হতে হচ্ছে এই তেল কোম্পানিগুলিকে। স্বাভাবিক ভাবেই এই অবস্থায় ভারসাম্য রক্ষা করতে প্রতি লিটারে পাঁচ থেকে ছয় টাকা বাড়াতে বাধ্য হবে সংস্থাগুলি। ফলে সাধারণ মধ্যবিত্তদের পকেটে কিছুটা টান পড়তে পারে বলেই আশা করা হচ্ছে।

Petrol Diesel Price

Petrol Diesel Price : ক্রুড ওয়েলের দাম বৃদ্ধি কিভাবে প্রভাব ফেলছে লোকাল বাজারেও –

আইসিআইসিআই সিকিউরিটিজের ( ICICI Securities) বিশ্লেষক প্রবল সেনের ( Prabal Sen) তে, বিশ্ব বাজারে ক্রুড ওয়েল কিংবা বাংলায় বললে অপরিশোধিত তেলের দামের বৃদ্ধি অথবা হ্রাস যাই হোক না কেন তার প্রভাব লক্ষ্য করা যাবে লোকাল বাজারে তেলের দামের উপরও। তাঁর মতে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম যদি এক ডলার প্রতি ব্যারেল বাড়ে তো লোকাল বাজারে দাম ৪৫-৪৭ পয়সা প্রতি লিটারে বেড়ে যায়। দীর্ঘদিন যাবৎ তেলের দামে ( Petrol Diesel Price) কোনো প্রভাব পড়েনি। বিশ্ব  বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া সত্ত্বেও লোকাল বাজারে দীপাবলির পর থেকে দাম স্থিরই রয়েছে। গত নভেম্বর মাসের পর অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ২৫ টাকা পর্যন্ত বেড়েছে।

আরও পড়ুন…..Municipal Poll 2022 : মিটছে না অন্তর্দ্বন্দ্ব, ঘাসফুল ছেড়ে তাই নির্দলীয় প্রচার

আরও পড়ুন…..Viral News : গাড়িতে জীবন্ত কুমির, পুলিশের ধরা পড়তেই একী কান্ড দেখুন ছবি

Petrol Diesel Price : লাগাতার অপরিশোধিত তেলের দামের বৃদ্ধি –

রাশিয়া আর ইউক্রেনের ( Russia and Ukraine) মধ্যে যুদ্ধের পরিবেশ সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ৯৪ ডলারে পৌঁছে গিয়েছে। ২০১৪ সালের পর থেকে এই প্রথমবার ক্রুড ওয়েলের ( Crude oil) দাম এই জায়গায় পৌঁছলো। বিশেষজ্ঞরা মনে করছেন যদি এই ভাবেই রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি বজায় থাকে তাহলে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বাড়তেই থাকবে। এমনকি প্রতি ব্যারেলের দাম ১২৫ ডলার পর্যন্তও পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কলকাতায় ( Kolkata) পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৭৯ টাকা। এই ভাবেই যুদ্ধের আবহ বজায় থাকলে খুব শীঘ্রই আকাশ ছোঁয়া দাম হতে চলেছে তেলের।




Leave a Reply

Back to top button