Bappi Lahiri : পুরীর সমুদ্র সৈকতে বাপ্পি লাহিড়ীর বালির মূর্তি, অভিনব পদ্ধতিতে শ্রদ্ধা জ্ঞাপন

রাখী পোদ্দার, কলকাতা : বুধবার মারা গেলেন বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী ও গায়ক বাপ্পি লাহিড়ী ( Bappi Lahiri)। ৬৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এমন দুঃসংবাদে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়ে গোটা ভারত। মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের ‘ডিস্কো কিং’ ( Disco King)। ‘ডিস্কো কিং’ এর এরূপ প্রয়াণে শোকাহত সকলেই। সোশ্যাল মিডিয়ায় ( Social Media) বাপ্পি লাহিড়ীকে ( Bappi Lahiri) শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছে যেমন প্রধানমন্ত্রী ( Prime Minister) থেকে রাস্ট্রপতি ( President), মুখ্যমন্ত্রী ( Chief Minister) থেকে অসংখ্য অনুরাগী। তেমনই সোশ্যাল মিডিয়ায় এক অভিনব পদ্ধতিতে শোক জ্ঞাপন করেছেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক ( Sudarshan Patnaik)।
Bappi Lahiri : সঙ্গীত কম্পোজার বাপ্পি লাহিড়ীর –
অলোকেশ লাহিড়ী অর্থাৎ আমাদের সকলের প্রিয় বাপ্পি লাহিড়ীর ( Bappi Lahiri) হাত ধরেই আশি নব্বইয়ের দশকে প্রথম “ডিস্কো” ঘরানার গান আসে বলিউডে ( Bollywood)। “ডিস্কো ডান্সার”, “শারাবি”, “কসম প্যায়দা কারনে ওয়ালে কি” এর মতোন একাধিক হিট সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি। আশির দশকে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির রীতিমতো দিশা বদলে গিয়েছিলেন এই বাঙালি সংগীত শিল্পী। এছাড়াও ‘হিম্মতওয়ালা’, ‘অ্যাডভেঞ্চার্স অফ টারজান’, ‘ডান্স ডান্স’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো একাধিক সুপারহিট ছবির সংগীতের গুরুভার সামলেছেন তিনি। আমির খানের ( Aamir Khan) বাবা তাহির হুসেনের ‘জখমি’ সিনেমার মাধ্যমে বলিউডের সংগীত জগতে নিজের আত্মপ্রকাশ দাপটের সঙ্গে ঘোষণা করেছিলেন এই বাঙালি সংগীত শিল্পী। ২০২০ সালে ‘বাগি ৩’ ছবির ‘ভাঙ্গাস’ গানটি বাপ্পিদার ( Bappi Lahiri) কম্পোজ করা শেষ গান। ১৯৮৪ সালে জিতেন্দ্র, জয়া প্রধা এবং শ্রীদেবী অভিনীত সুপারহিট ‘তোহফা’ চলচ্চিত্রের বাপ্পি লাহিড়ির কম্পোজে ‘এক আঁখ মারু তোহ’ গানের রিমিক্সড ভার্সন হল ‘বাগি ৩’ ছবির এই ‘ভাঙ্গাস’ গান। এই ভার্সনটি কম্পোজ করেন তানিষ্ক বাগচী, বাপ্পি দা, দেব নেগি এবং জোনিতা গান্ধী। এর আগে ‘তোহফা’ সিনেমায় বাপ্পিদার ( Bappi Lahiri) সুরে মূল গানটি গেয়েছিলেন, কিশোর কুমার এবং আশা ভোঁসলে।
আরও পড়ুন….Bappi Lahiri Death : না ফেরার দেশে পাড়ি ডিস্কো কিং-এর, রাজকীয় এই শেষ যাত্রা
Bappi Lahiri : বাপ্পি লাহিড়ীর বালির মূর্তি –
সম্প্রতি বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক তাঁর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে ( Twitter Account) বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে একটি পোস্ট শেয়ার করে। সেখানে দেখা যাচ্ছে পুরীর সমুদ্র সৈকতে ( Puri Sea Beach) বালি খোদাই ( Sand Art) করে বাপ্পি লাহিড়ীর ( Bappi Lahiri) মূর্তি। অসাধারণ সেই মূর্তির ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। আর ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “ইয়াদ আ রাহা হ্যায় তেরা পেয়ার, কাহা হাম কাহা তুম, হুয়ে তুম কাহা গুম…….ডিস্কো কিং বাপ্পিদাকে শ্রদ্ধা। পুরী সমুদ্র সৈকতে আমার বালু শিল্প”।