Bappi Lahiri Passes Away : মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই হয়েছিল বড়সড় হার্ট অ্যাটাক, জামাইয়ের দাবি ঘিরে ফের শোরগোল

প্রত্যুষা সরকার, কলকাতা : সংগীত জগতে ঘটছে একের পর এক নক্ষত্র পতন। লতা মঙ্গেসকার, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এর পর মঙ্গলবার মাত্র ৬৯ বছরেই পৃথিবীর মায়া ত্যাগ করে ইহলোক থেকে পরলোকে গমন করলেন সকলের প্রিয় ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী ( Bappi Lahiri Passes Away )। দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বাড়ি তেই হয় তার হার্ট অ্যাটাক। এমনটাই জানালেন তার জামাই গোবিন্দ বনসাল।
Bappi Lahiri Passes Away: জামাইএর চাঞ্চল্যকর বক্তব্য
এএনআই কে বানসাল জানিয়েছেন, ‘তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু কয়েক দিন আগেই তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং বাড়ি ফিরে আসে তিনি। গত রাত সাড়ে ৮-৯টার দিকে তিনি ডিনারও করেন। কিন্তু রাতের খাবার খাওয়ার আধা ঘণ্টার মধ্যেই তাঁর হার্ট অ্যাটাক হয়। তাঁর পালস রেট কমে গিয়েছিল। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা ১১:৪৪ এ ঘোষণা করেন যে তিনি আর নেই ( Bappi Lahiri Passes Away )।’
Bappi Lahiri Passes Away: হাসপাতাল পরিচালকের মতামত
অবস্ট্রাক্টিভ স্টিল অ্যাপনিয়ারের কারণে মুম্বাইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী ( Bappi Lahiri Passes Away )। ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক ডাঃ দীপক নামজোশি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ জানুয়ারী মাসে, বাপ্পি লাহিড়ীকে বুকে সংক্রমণ এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য হাসপাতালে আনা হয়েছিল। তিনি এখানে ২৯ দিন ভর্তি ছিলেন, যার মধ্যে ১৮ দিন তিনি আইসিইউতে ছিলেন। তারপরে তিনি একটু সুস্থ হয়ে উঠেছিলেন এবং তিনি পালমোনারি পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সোমবার, ১৪ ফেব্রুয়ারি, তাঁকে ডিসচার্জ দেওয়া হয়। তিনি প্রায় দেড় দিন বাড়িতে ছিলেন, এবং তারপরে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। এবং তাঁর পরিবার আমাদের ডেকেছিল, তাই আমরা একটি অ্যাম্বুলেন্স নিয়ে তাঁর বাসভবনে ছুটে যাই। মঙ্গলবার রাত ১১:৩০ টার দিকে তিনি এখানে ছিলেন। তার শারীরিক অবস্থা ছিল খুব জটিল। আমরা তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে ১১:৪০- ১১:৪৫ টার দিকে তিনি মারা যান।’
আরও পড়ুন…..Bappi Lahiri : ঘরে ছিল সোনার পাথর বাটি, সোনার ছেলে বাপির সোনার পরিমাণ জানেন
আরও পড়ুন…..Bappi Lahiri : পুরীর সমুদ্র সৈকতে বাপ্পি লাহিড়ীর বালির মূর্তি, অভিনব পদ্ধতিতে শ্রদ্ধা জ্ঞাপন
Bappi Lahiri Passes Away : শোক কাতর রেমা
ভারতে ডিস্কো মিউজিকের ধারা আনার জন্য পরিচিত ছিলেন বাপ্পি লাহিড়ি ১৯৮০ এর দশকে ডিসকো ড্যান্সার, শরাবি, ড্যান্স ড্যান্সের মতো ফিল্ম অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।গায়ক ইলা অরুণ, বাপ্পি লাহিড়ীর ( Bappi Lahiri Passes Away ) বাসভবনে শ্রদ্ধা জানাতে এসে এক সংবাদ সংস্থারকে জানান যে তার মেয়ে রেমার “খারাপ অবস্থা”। তিনি বলেন, “তার মেয়ের অবস্থা খারাপ, মন খারাপ। পরিবারের সবাই শোকে কাতর।”