Covid Update : ধীরে ধীরে কাটছে আশঙ্কার মেঘ, প্রায় ৫০ দিন পর ফের দেশে করোনা গ্রাফে রেকর্ড পতন
প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পর গত কয়েক মাস আগে করোনার তৃতীয় ঢেউয়ে ( Covid Update ) নাজেহাল হয়েছিল গোটা ভারত। তবে ফের ধীরে ধীরে গোটা দেশেই করোনার গ্রাফ নামতে শুরু করেছে ( Coronavirus Daily Update ) । অবশেষে দীর্ঘ প্রায় ৫০ দিন পর দেখা গেল নতুন আশার আলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ( Ministry of Health ) কর্তৃক প্রদত্ত পরিসংখ্যান বলছে ৫১ দিন পর দেশের করোনা গ্রাফ ২০ হাজারের নীচে নেমে গিয়েছে ( Covid Update ) । গতকাল গোটা দেশে মারণ করোনার কবলে পড়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। গোটা দেশে টিকাপ্রদান ( Coronavirus Vaccination ) ১৫০ কোটি ডোজ পার করার পরপরই এই সুখবর ভারতে ওমিক্রনের তৃতীয় ঢেউয়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Wridhhiman Saha : খোদ বিসিসিআই-র সঙ্গে সংঘাত, ঋদ্ধিমান সাহার টেস্ট ক্যারিয়ার কি শেষের পথে
এ বছরের শুরুর দিকে বিশ্বজুড়ে নতুন ঢেউয়ের আশঙ্কা ছিল এ দেশেও। বিশেষত নববর্ষ ও ক্রিসমাসের মরসুমের ভিড়ে বেড়ে গিয়েছিল সংক্রমণের আশঙ্কা। তবে টিকাকরণ ও প্রাকৃতিক প্রতিরোধের বাধায় অবশেষে ব্যর্থ হল সে আশঙ্কা। এই ( Covid Update ) মহামারীতে এদেশে আক্রান্তের সংখ্যা আপাতত প্রায় ৪ কোটিরও বেশি মৃতের সংখ্যা প্রায় ২ লক্ষ। করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার স্মৃতি এখনও তাজা, তেমনই আশঙ্কা ছিল এবারেও। তবে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অনেকেই।
তবে আগের বারের থেকে বেশি প্রস্তুত ছিল স্বাস্থ্য বিভাগও। গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবারে তাই বিপুল অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছিল অনেক হাসপাতালই। তবে ( Covid Update ) মহামারীর সমাপ্তি যে এখনও দূরে সে ব্যাপারেও নিশ্চিত বিজ্ঞানীরা। নতুন প্রকার ভেরিয়েন্ট ও মিউটেশনের ভয় যে সদাজাগ্রত তা মানছেন তাঁরা।
টিকাকরণের উপর জোর দেওয়ায় এবারে বড়ো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। ১৮ বছরের নিচে টিকাদান শুরু হওয়ার শিক্ষাব্যবস্থাও সচল করাও ইতিমধ্যে সম্ভব হয়েছে দেশের নানা প্রান্তে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সচেতনতা ( Covid Update ) কমলেও ক্রমশ বেড়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। টিকাকরণ ও তার দৌলতেই তাই কমেছে সংক্রমণ। তবে শিশুদের টিকাকরণ করে এখনও বাকি এবং করোনার বিরুদ্ধে তারাও যথেষ্ট দুর্বল। তবে সরকারি সূত্র অনুযায়ী টিকাপ্রদান শুরু হবে তাদেরও এই বছরের মধ্যেই।
পশ্চিমী দেশগুলোর তুলনায় করোনার তৃতীয় ঢেউ খুব কম প্রভাব ফেলতে সক্ষম হয়েছে এই দেশে। বিশেষজ্ঞদের মতে তা সরকারি উদ্যোগ ও জনগণের সচেতনতার যৌথ প্রয়াসের ফলমাত্র। তবে আগামী দিনেও এই জনসচেতনতা ও ( Covid Update ) মহামারী বিরোধে টিকার অগ্রিম ভূমিকা অবশ্যই মাথায় রাখতে হবে বলে মনে করেছেন তারা।
ভারতে টিকা উৎপাদন ও বিপণন আদান-প্রদান জোরদার হয়েছে আগের থেকে। সরকারি সহায়তায় তাই টিকা পৌঁছে দেওয়া সম্ভব দেশের প্রত্যন্ত প্রান্তে নিখরচায় সমস্ত মানুষের হাতে। বিদেশেও বিশ্বের বিভিন্ন প্রান্তে আবার শুরু হয়েছে তার রপ্তানি। দীর্ঘ দুই বছর ধরে চলা প্রকোপের সমাধান হাতের মুঠোয় হলেও এই মহামারী কতদিন চলবে দিনের শেষে তা ঠিক করে দেবে বৈশ্বিক জনগণ ও তাদের মানসিকতা ও আচরণই।