Bhopal Molestation : তিন বছরের শিশুর চিৎকার শুনেই ছুটে আসলেন মহিলা, শ্লীলতাহানি থেকে বাঁচল ছোট্ট শিশু

প্রত্যুষা সরকার, কলকাতা: নারী হত্যা, নারী পাচার, ধর্ষণ, অপহরণ এর মত ঘটনাগুলি দিন প্রতিদিন বাড়তেই চলেছে ভারতবর্ষের মতো দেশে। নিরাপদে নন সদ্যোজাত থেকে বৃদ্ধা কেউই। বিশ্বাস করা যাচ্ছে না বাড়ির লোক থেকে প্রতিবেশী কাউকেই। অপরাধীর লোলুপ্ত হাত ছিঁড়ে খাচ্ছে নারীদের। এরকমই এক মর্মান্তিক ঘটনা থেকেই এক নাবালিকাকে উদ্ধার করলেন এক মহীয়সী নারী।
Bhopal: মহিলার চিৎকারে শোরগোল
ঘটনাটি ঘটেছে ভূপালের ( Bhopal ) অশোকা গার্ডেন এলাকায়। গত কয়েক দিন আগেই মঙ্গলবার সন্ধ্যায় সেখানের এক বাসিন্দা ৫৮ বছর বয়সী এক ব্যক্তি তার প্রতিবেশী একটি ৩ বছর বয়সী মেয়েকে অপহরণ করেছে এবং বুধবার সকালে একটি বন্ধ ফাস্ট-ফুড কিয়স্কে তাকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। অভিযুক্ত যখন মেয়েটির সাথে দুর্ব্যবহার করছিল, তখন আশেপাশের একজন ৩০ বছর বয়সী মহিলা তাকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। তার চিৎকার শুনে অন্য একজন মহিলা সেখানে উপস্থিত হন এবং পুলিশকে ঘটনা সম্পর্কে জানান তিনি।
Bhopal : পুলিশ অ্যাকশন
ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। অভিযুক্তের নাম রামাবতার। অশোকা গার্ডেন পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং অস্বাভাবিক যৌন নির্যাতনের অভিযোগে আইপিসি ( IPC ) এবং পিওসিএসও ( POCSO ) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। ভূপালের ( Bhopal ) অশোক গার্ডেন থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একজন অভ্যাসগত অপরাধী। এর আগেও তিনি একই এলাকায় দুবার নাবালিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। কিন্তু সামাজিক কলঙ্কের ভয়ে নির্যাতিতাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়নি। এর আগে একই ধরনের মামলায় বিলখিরিয়া পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
আরও পড়ুন- Language Day: ভাষা দিবসে বাংলার চাপে অস্তিত্বের সংকটে দশটি ভাষা।
Bhopa : নির্যাতনের পুরনো রেকর্ড
ঘটনাটি পর পুলিশ ওই সতর্ক মহিলাকে ‘ইয়ে হ্যায় আসলি হিরো’ (এটাই আসল নায়ক) পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অশোক গার্ডেন এলাকার বাসিন্দা সতর্ক ওই মহিলার নাম গায়ত্রী ভাস্কর, বয়স ৩০। এক সংবাদ মাধ্যমে তিনি জানান, যে তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে কাজ করেন। গায়ত্রী বলেছিলেন যে তিনি ওই এলাকা থেকে যাওয়ার সময় নাবালিকা মেয়েটির চিৎকার শুনেছিলেন এবং অভিযুক্ত রামাবতারকে ৩ বছরের মেয়েটিকে যৌন নির্যাতন করতে দেখেন। অভিযুক্ত একই এলাকার বাসিন্দা এবং নাবালিকা মেয়েদের যৌন নির্যাতনের জন্য কুখ্যাত। তিনি বলেছিলেন যে তিনি অবিলম্বে একটি অ্যালার্ম উত্থাপন করেন যার পরে স্থানীয়রা জড়ো হয় এবং আরেক মহিলা বিজয়া পাটিল পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় ক্ষতবিক্ষত হয়েছে ওই নাবালিকা । নাবালিকাকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন- Covid Update : ধীরে ধীরে কাটছে আশঙ্কার মেঘ, প্রায় ৫০ দিন পর ফের দেশে করোনা গ্রাফে রেকর্ড পতন