Priyanka Gandhi: আসল জিনিস থেকে নজর ঘোরাচ্ছে বিজেপি

গত পাঁচ বছরে মূল্যবৃদ্ধি ও বেকারত্বে ব্যর্থতার দিক থেকে নজর ঘোরানোর জন্যই কিন্তু ধর্ম ও সন্ত্রাসের প্রসঙ্গ তুলছে বিজেপি, লখনৌয়ের একটি জনসভায় এমনই মত প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ( Priyanka Gandhi ) । গত পাঁচ বছরে রাজ্যের প্রায় কোনও অংশের মানুষই সরকারি সাহায্যে উপকৃত হয়নি বলে দাবি করলেন তিনি ( Priyanka Gandhi ) । মানুষের পেটে খিদে আছে বলেই পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে বলে মত তাঁর ( Priyanka Gandhi ) ।

আরও পড়ুন: মৃত্যুর খবরে কেঁপে উঠেছিল রেডিও, ভাষা দিবসে আজও রক্তাক্ত স্মতির পাতায় হারিয়ে যান বছর বিরাশির চিত্তরঞ্জন বাবু

দেশের বিপুল অংশের মানুষের সম্পূর্ণ টিকাকরণ এখনও করে ওঠা সম্ভব হয়নি, যা সরকারের ব্যর্থতার নমুনা। রেশন দিয়ে মানুষকে আত্মনির্ভর বানানো যায় না বলে কটাক্ষ করছেন তিনি ( Priyanka Gandhi )। সরকারি সাহায্যে মানুষের সংসার চলবে না বলে দাবি করেন তিনি ( Priyanka Gandhi ) ।

উত্তরপ্রদেশের সাত দফা নির্বাচনের তিনদফা সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। ৭ই মার্চের মধ্যে সম্পাদিত হবে বাকি দফার ভোটও। নির্বাচনী ফল প্রকাশকাল ১০ই মার্চ। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রাক্তন প্রধানমন্ত্রী-কন্যার ( Priyanka Gandhi ) জ্বলন্ত বক্তৃতা রাজ্যের বিভিন্ন অংশের মানুষ, বিশেষত মহিলাদের কাছে ব্যাপক সাড়া পেলেও সমীক্ষকদের মতে এই নির্বাচনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। চারটি মূল রাজনৈতিক দলের মধ্যে তাই সে সেই থাকছে কংগ্রেসের নাম ও প্রাপ্ত আসনের সংখ্যা।

 

তবে প্রিয়াঙ্কা গান্ধীর ( Priyanka Gandhi ) ক্ষেত্রে এই গল্পটা একটু অন্য রকম। এই নির্বাচন তাঁর রাজনৈতিক জীবনের একটা বড় অধ্যায়, যা অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে সাহায্য করবে পরবর্তীকালের জাতীয় ও বিভিন্ন আঞ্চলিক স্তরে তাঁর ( Priyanka Gandhi ) নির্বাচনী প্রচারে। তাঁর ( Priyanka Gandhi ) এই ব্যক্তিত্ব হয়তো পরবর্তীকালে সংগ্রহ করে দেবে ভারতের প্রাচীনতম দলের নেতৃত্বের আসনটিও। আর দুবছর পরেই জাতীয় লোকসভা নির্বাচনের শুরু হওয়ায় এই নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর ( Priyanka Gandhi ) ভূমিকাই ঠিক করে দেবে আগামী নির্বাচনে তাঁর ( Priyanka Gandhi ) গুরুত্ব ও নেতৃত্বের সংগ্রামকে।

উত্তরপ্রদেশে বিজেপি জয়ের কাছাকাছি এলেও ভোটের শেষ লগ্নে বদলে যেতে পারে তাও। সেই ক্ষেত্রে পরবর্তীকালে জোট সরকার গঠনে বড় ভূমিকা পালন করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী ( Priyanka Gandhi )‌‌।  উত্তরপ্রদেশে এতদিন ধরে কাজ করে বেশ বড় জনপ্রিয়তা ইতিমধ্যেই অর্জন করেছেন তিনি।




Leave a Reply

Back to top button