সিনেমা হিট হতেই বেড়েছে খাই! রাতারাতি কোটি টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন এই বলিউড তারকারা
কথায় আছে জাদু কি নগরী মুম্বাই! অবশ্যই এই কথাটা প্রচলিত হওয়ার কারণও রয়েছে বটে। বিনোদন জগতের বা বলা ভালো বলিউডের মূল ঠিকানা কিন্তু মুম্বাই। এখানে গিয়েই সাধারণ থেকে অসাধারণ হয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রীরা। একসময় যারা একটা কাজের জন্য কাকুতি মিনতি করতেন তারাই আজ একেরপর এক কাজ করে চলেছেন। এমনকি বলিউডের তারকাদের এক একটি ছবির পারিশ্রমিক কোটি কোটি টাকা, যেটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে।
শুরুতেই কেউ বিশাল বড় স্টার হয়ে যায়না ঠিকই। তবে যদি কোনো সিনেমা সুপার হিট হয় তাহলে একপ্রকার রাতারাতি চাহিদা বেড়ে যায় অভিনেতা অভিনেত্রীদের। আর চাহিদা বাড়ার সাথে সাথে এই বিপুল পরিমাণে বেড়ে যায় তাদের পারিশ্রমিক। আজ আপনাদের এমন কিছু বলিউড তারকাদের সম্পর্কে জানাবো যারা রাতারাতি কোটি কোটি টাকা হারিয়ে ফেলেছেন নিজেদের পারিশ্রমিক।
১. রণবীর সিং
বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর সিং। একাধিক ছবিতে বিভিন্ন রকমের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে। রানবির যে ছবি করুন না কেন সেটাই সুপারহিট। এমন একটি সুপারহিট মুভি হল সিম্বা। সিম্বা ছবিটি করার পর নিজের পারিশ্রমিক এক ধাক্কায় তিন কোটি টাকা বাড়িয়েছেন অভিনেতা। আগে একটা ছবির জন্য ১০ কোটি টাকা নিতেন রণবীর। সেখানে বর্তমানে একটি ছবির জন্য ১৩ কোটি টাকা লাগবে।
২. রণবীর কাপুর
বলিউডের ড্যাশিং হিরোদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন রণবীর কাপুর। সাধারণত একটি ছবির জন্য ৩ কোটি টাকা নেন অভিনেতা। তবে সঞ্জয় দত্ত এর বায়োপিক ছবি সঞ্জু তে অভিনয়ের পর ব্যাপক জনপ্রিয় হয়ে পড়েন অভিনেতা। যে কারণে এক ধাক্কায় নিজের পারিশ্রমিক ৩ কোটি থেকে বাড়িয়ে ৬ কোটি টাকা করে নেন। বর্তমানে রণবীর কাপুরের ব্রাম্ভস্ত্র ছবিটি রিলিজের অপেক্ষায় রয়েছে।
৩. কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত নামটা সকলের কাছেই বেশ পরিচিত। মণিকর্ণিকা ছবিতে দুর্দান্ত অভিনয়ের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। যেমনটা জানা যায় একটি ছবির জন্য ১৬ কোটি টাকা পারিশ্রমিক নিতেন কঙ্গনা। তবে বর্তমানে তার চাহিদা বেড়ে যাওয়ায় ২৪ কোটি তাকে দাঁড়িয়েছে তার পারিশ্রমিক।
৪. কারিনা কাপুর
বলিউডের একেবারে প্রথম সারির অভিনেত্রী কারিনা কাপুর। নিজের লম্বা বলিউডের কেরিয়ারে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন কারিনা। সাধারণত ৬-৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন কারিনা। তবে বর্তমানে ১২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কারিনা। সম্প্রতি নিজের বিশাল অংকের পারিশ্রমিকের কারণে শিরোনামে উঠে এসেছিলেন কারিনা।
৫. দীপিকা পাডুকোন
রামলীলা, পদ্মাবত এর মত একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন কারিনা কাপুর। সাধারণত ১০ কোটির কাছাকাছি পারিশ্রমিক নিয়ে থাকেন কারিনা। তবে সম্প্রতি জানা গিয়েছে ১৪-১৫ কোটি টাকা বা তারও বেশি হয়ে গিয়েছে দীপিকার প্রতিটি ছবির জন্য পারিশ্রমিক। যদিও কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি।