Supreme Court : দশম-দ্বাদশের পরীক্ষা কী অফলাইনেই, শুনানি ঘিরে জোর চর্চা

আগামী বুধবার সুপ্রিম কোর্টের ( Supreme Court ) বিচারক বেঞ্চের সামনে শুরু হবে এক গুরুত্বপূর্ণ মাফলার শুনানি। CBSE ও অন্যান্য বোর্ডের ছাত্র-ছাত্রীদের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা এই বছর অফলাইনে হবে কিনা তা নিয়ে করা মামলার সমাধান খুঁজতেই এই শুনানি। গত মাসে একটি পিটিশন এর মাধ্যমে এই মামলার ( Supreme Court ) সূচনা হয়।
আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, শীঘ্রই মুক্তি পাচ্ছে রোমহর্ষক সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যানের’ তৃতীয় পর্ব
বিচারকগণের বেঞ্চের মধ্যে উপস্থিত আছেন এ. কে. খানউইলকার, দীনেশ মহেশ্বরী ও সি. টি. রবিকুমার ( Supreme Court ) । মামলার বিচার অনুযায়ী পরীক্ষা স্থগিত রাখা, অফলাইন বা অনলাইনে সম্পাদিত করা হবে বলে আশা করা হচ্ছে। মামলাকারীদের তরফ থেকে অনুভা শ্রীবাস্তব সহাই সুপ্রিম কোর্টের ( Supreme Court ) উদ্দেশ্যে যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি ও সমাধান করার আর্জি জানিয়েছেন।
দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ সমেত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অফলাইন পরীক্ষার প্রতি অনীহা জন্মেছে অনেক ছাত্র-ছাত্রীদেরই। আবার অন্যদিকে সন্তানদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে চিন্তিত অনেক অভিভাবক-অভিভাবিকা। স্বল্পবয়স্কদের টিকাকরণ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি মোটেই এবং এই বছরের মধ্যে তা করার সম্ভাবনাও খুব কম।
এমন পরিস্থিতিতেই সবকিছু মাথায় রেখে বিচারের সমাধান করতে হবে সুপ্রিমকোর্টের ( Supreme Court ) এই বিশেষ বেঞ্চের বিচারকত্রয়কে। এছাড়াও শিক্ষক ও ছাত্র সমাজের সমন্বয়ে নেওয়া এই সিদ্ধান্তে যাতে দুপক্ষেরই মতামত প্রতিফলিত হয় সেই বিষয়ক বিশেষ নজর রাখতে হবে তাঁদেরকে ( Supreme Court ) । সবশেষে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় বোর্ডের মধ্যে পরীক্ষার সময়কাল ও ধরন নিয়েও সিদ্ধান্ত নিতে হবে এই মামলার বিচার স্বরূপ।
আরও পড়ুন: Hair care : ভেজা চুলে পাঁচটি ভুল, ব্যাস চিরতরে নষ্ট হতে পারে চুল
শিক্ষা জগতকে কেন্দ্র করে করা এই মামলা ও তার ফল পরবর্তীকালে প্রভাবিত করতে পারে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা ও পরীক্ষার ধরনকেও। শিক্ষা জগতের বিশেষজ্ঞ ও অন্যান্য শিক্ষক সংগঠনগুলিও তাই এই মামলা ( Supreme Court ) ও তার বিচার, শুনানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তাই এই বিচারের ফল CBSE বোর্ড ছাড়াও অন্যান্য জায়গাতেও প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।