General Elections: স্বাধীন ভারতের প্রথম ভোট কেমন ছিল, কত আসনে জিতেছিল কংগ্রেস? জেনে নিন

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন(General Elections)।আজ পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচনের ফলাফল। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের পর ২০১১ তে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দোপাধ্যায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন পশ্চিমবঙ্গের। তার ১০ বছর পর আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী তৃণমূল কংগ্রেস ফিরে আসে ক্ষমতায়। পুরসভা ভোটের সময় কে প্রার্থী হবে এই নিয়েও গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের।কিন্তু এই নির্বাচন প্রথম কবে শুরু হয়? চলুন ইতিহাস হাতড়ে জেনে নিই সেই অজানা কথা(General Elections)।
এমন নয় যে নির্বাচন স্বাধীনতার আগে হয়নি। ১৯২০ সালে মাত্র ২৫০ জনে ১ জনের ভোট পড়ত। ১৯৪৬- এর সময় ভারতের মত জনসংখ্যার মাত্র ২০ শতাংশ ভোট দিতে পারতেন।

আরও পড়ুন:Municipal Election 2022 Result : রাজ্যে সবুজ ঝড়ে উড়ে গেল পুলিশের ব্যারিকেট

 

স্বাধীনতার পর প্রথম সাধারন নির্বাচনের ফলাফল ঘোষনা হয় আজ থেকে ৬৪ বছর আগে ১৯৫২ সালে, এই সময় ইলেকশন কমিশনারের পদে ছিলেন সুকুমার সেন(General Elections)। ভারতবর্ষে প্রথম নির্বাচন হয় ৬৮ দফায়, প্রায় ৫ মাস ধরে, ২৫শে অক্টোবর ১৯৫১ থেকে ২৭শে মার্চ ১৯৫২ পর্যন্ত। সাড়ে ২৭ হাজারের বেশি বুথ মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। ৫৩টি দল থেকে মোট ১৮৭৪ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচনের ফলাফল স্বরূপ কংগ্রেসের ঝুলিতে আসে ৪৮৯ টির মধ্যে ৩৬৪টি আসন। কমিউনিস্ট পার্টি দ্বিতীয় স্থান পায়।

আরও পড়ুন:বিরোধী শূন্য পুর জয় অগণতান্ত্রিক! যুদ্ধের ময়দানে জয়ের বোমা ফাটাল নির্দলরা
প্রথম নির্বাচনের(General Elections) সময় ভারতের জনসংখ্যা ছিল প্রায় ৩৬ কোটি, যার মধ্যে প্রায় সাড়ে সতেরো কোটি লোক ভোটদানের জন্য যোগ্য ছিলেন। কিন্তু এই সাড়ে সতেরো কোটি জনসংখ্যার মধ্যে মাত্র ৪৫ শতাংশ ভোটদান সম্ভব হয়েছিল।




Leave a Reply

Back to top button