ট্রেন চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় অল্পতে রক্ষা,চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন এক যাত্রী,মুহূর্তে ভাইরাল ভিডিও

বার বার সচেতন থাকার কথা বলা হলেও যাত্রীদের মধ্যে বিন্দুমাত্র হুশ ফিরছে না। একই ভুলের পুনরাবৃত্তি ঘটেই চলেছে। আবারও ঘটে গেল মারাত্মক রেল দুর্ঘটনা ( Train accident। ) বেশ কিছুদিন আগেই রেল মন্ত্রী ( The Ministry of Railway ) তার টুইটার হ্যান্ডেলে সুরাট ষ্টেশনের এই ভিডিওটি শেয়ার করেন। যেখানে দেখা যায় যে এক যাত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যাচ্ছেন । তবে কপাল ভালো যে মারাত্মক ( Train accident। ) কিছু ঘটে যায়নি। একটু এদিক ওদিক হলেই সংশ্লিষ্ট ব্যক্তি ট্রেনের নীচে চাপা পড়ে যেতেন। তবে এক্ষেত্রে ধন্যবাদ প্রাপ্য ট্রেনচালক। ট্রেন চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও পদক্ষেপে বেঁচে ফিরলেন সেই ব্যক্তি। তেরো সেকেন্ডের ভিডিওটি দেখেই নেটিজেনেরা আঁতকে উঠছেন। অল্পের জন্য সেই ব্যক্তি প্ল্যাটফর্ম থেকে নীচে পড়ে যাননি। ঘটনাটি ঘটেছে ২৮শে ফেব্রুয়ারি রাত ৮টায়।
এই ভিডিওটি ক্লিপিংসটি ( Train accident। ) প্রকাশ্যে আসতেই বিশাল সংখ্যক ভিউ পেয়ে যায়। শুধু তাই নয়,ভিডিওটি ভাইরাল হতেই সংশ্লিষ্ট যাত্রীর অসচেতনতা নিয়ে তীব্র নিন্দা করেন নেটিজেনরা। সরকার ও রেল মন্ত্রণালয় ( The Ministry of Railway ) বার বার ট্রেন যাত্রীদের সচেতনভাবে রেল লাইন পার ও ট্রেনের ভ্রমণের কথা বললেও হুশ ফিরছে না কোনও যাত্রীর। প্রতিবার যাত্রীদের অসচেতন মনোভাবের কারণে রেল মন্ত্রাণালয়কে ( The Ministry of Railway ) সমস্যার কবলে পড়তে হয় । এসব কিছুর পরেও যাত্রী সচেতনতা বাড়ানো যাচ্ছে না। সুরাটের ষ্টেশনে ঘটে যাওয়া ঘটনার প্রতিচ্ছবি নিত্যদিনের ঘটনা।
আরও পড়ুন……এখনও আলোড়িত সেই মুহূর্ত,হৃতিক ও রেখার ঘনিষ্ঠ আলিঙ্গন ও ‘লিপ লক’
যেহেতু যাত্রীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে তাই তাদের সচেতন করার জন্য রেল মন্ত্রাণালয়ের পক্ষ থেকে অসচেতন যাত্রীদের জন্য নয়া ব্যবস্থা ও কানুন আনা হবে জানানো হয়েছে। এরুপ আচরণ ও অসাবধান হলে সংশ্লিষ্ট যাত্রীকে ৫০০০ টাকা নগদ জরিমানা দিতে হবে। ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছাড়ার পর যাতে কোনও যাত্রী ওঠা নামা না করে এ বিষয়ে বহু সতর্কবার্তা ও সচেতনতা জারি করা হয়েছে। এসব না মানলে এবার কড়া শাস্তির সম্মুখীন হতে হবে।