এক রত্তির শিশুকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, ঘটনায় রাজ্য জুড়ে বেড়েছে চাঞ্চল্য

এক রত্তির শিশু সে। পৃথিবীর আলো হয় তো দেখেছে কয়েক মাস। কিন্তু তার মধ্যেই শেষ হল সেই এক রত্তির জীবনকাল। এদিন এক রত্তির শিশুকে বিষ ( Uttarakhand ) খাইয়ে প্রাণ নিল খোদ তার নিজের মা। যে মা তাকে গর্ভে ধরেছে মাসের পর মাস। সেই এবার প্রাণ নেওয়ার পথে। তবে নিজের ১১ মাসের কন্যাকে বিষ খাইয়ে নিজেও একই পথের পথিক হয়ে যান। অভিযোগ এমনটাই। ঘটনা উত্তরাখন্ডের ভাগেশ্বর জেলার। নিজের ১১ মাসের শিশু কন্যাকে বিষ খাইয়েছিলেন মা। তারপর নিজেও বিষ খেয়ে নেন। মা ও মেয়েকে ( Uttarakhand ) অজ্ঞান অবস্থায় দেখে তাদের হাসপাতালে ভর্তির উদ্যোগ নেয় পরিবারের অন্যরা।
তবে বিষক্রিয়া থেকে শিশু কন্যাটির প্রাণ বাঁচাতে ব্যর্থ হন ( Uttarakhand ) চিকিৎসকরা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে তার। তবে তার ২০ বছর বয়সী মা-কে প্রাণে বাঁচাতে সফল হয়েছেন চিকিৎসকরা। বৈজনাথ থানার স্টেশন অফিসার কৈলাশ বিস্ত এদিন বলেন, শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মায়ের জ্ঞান ফিরলে তাকে গোটা বিষয়টি জিজ্ঞাসা করা হবে।
আরও পড়ুন…..ফাঁপা প্রতিশ্রুতি! যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পড়ুয়াদের উদ্ধারে ব্যর্থ মোদী সরকার
এদিকে মা ও মেয়ের বিষ পানের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুলিশি তদন্ত। শিশু কন্যার ( Uttarakhand ) দেহটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পাশাপাশি, তার মায়ের জ্ঞান ফেরার অপেক্ষা করছে তদন্তকারী পুলিশ। উল্লেখ্য স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী দিল্লিতে থাকেন। এদিন পরিবারের লোকজন হটাৎই মা ও মেয়েকে অচেতন অবস্থায় দেখে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। মৃত্যু হয় শিশু কন্যাটির। কিন্তু এখনও পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, “এখনও কাটেনি ধোঁয়াশা। কেন ওই ( Uttarakhand ) মা এমন ভয়ানক কাজ করলেন তা এখনও স্পষ্ট নয়।” তবে তার আত্মীয়রা কোনও অভিযোগ করেন কি না সেটাও দেখা হচ্ছে।এদিকে পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা এই কাণ্ড ঘটিয়েছেন কি না খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে।