নারী দিবসে মমতামাখা প্রদর্শনী বাংলা-জুড়ে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী প্রচার

রাজকুমার মণ্ডল, কলকাতা : লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী! আন্তর্জাতিক নারী দিবসে বাংলা-জুড়ে বিশেষ প্রদর্শনী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজ্য সরকার মহিলাদের উন্নয়নে প্রকল্পগুলের প্রদর্শণী রাজ্য জুড়ে। কোচবিহার,কাকদ্বীপ, বেলপাহাড়ি,বনগাঁ সর্বত্র এই সব প্রকল্পের সুবিধা, প্রকল্পের ভূমিকা ও উদ্দেশ্য প্রচার করা হচ্ছে। প্রতি বছরই তৃণমূল কংগ্রেসের তরফে এই বিশেষ দিনে একাধিক কর্মসূচী গ্রহণ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কর্মসূচীতে যোগ দেন। এই কর্মসূচী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও একবার রাজ্যের মহিলা সুরক্ষা নিয়ে বার্তা দিচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই একাধিক বিজেপি নেতারা রাজ্যে এসেছিলেন। বিভিন্ন সময় তারা রাজ্যের নারী সুরক্ষা নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এর পাল্টা প্রচার চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বারবার আক্রমণ শানাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের সুরক্ষা নিয়ে।
উত্তরপ্রদেশের একাধিক জায়গায় ঘটেছে একাধিক নারী নির্যাতনের ঘটনা। তার প্রতিবাদ করলে যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে মহিলাদের এমনকি অভিযোগ জানাতে গেলে খুন করা হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখেই এবার প্রচারে দেয় তৃণমূল কংগ্রেস। প্রতি বছরই তৃণমূল কংগ্রেসের তরফে এই বিশেষ দিনে একাধিক কর্মসূচী গ্রহণ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এই কর্মসূচীতে যোগ দেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজ্য সরকার মহিলাদের উন্নয়নে প্রদর্শন করা হবে আজ রাজ্য জুড়ে। সর্বোপরি গত বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল, বাংলা নিজের মেয়েকেই চায় সব স্তরের মানুষের কাছে পৌছে গিয়েছিল তা। তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শুধু প্রকল্প ঘোষণা করে থেমে থাকেননি। এর সুবিধা যাতে সকলে পায় সেই কাজও করেছেন। এদিন বিভিন্ন প্রর্দশনীতে সেই ছবিই তুলে ধরা হয়েছে।”
আরো পড়ুন নিখরচায় ভ্রমণ মহিলা যাত্রীদের, নারী দিবসে উপহার কোচি মেট্রোর
নারীদের অধিকার, সুরক্ষা নিয়ে প্রায়শই রাস্তায় নামতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। রাজনৈতিক মহলের মতে গত বিধানসভা ভোটে মহিলা ভোট একটা ফ্যাক্টর ছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত ছিল, এই ভোট যে দিকে বেশি যাবে সেদিকেই পাল্লা ভারী হবে। তাই নারী সুরক্ষা ও মহিলাদের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাস্তায় নেমেছিল বা প্রচার চালিয়েছিল দুই দলই। রান্না ঘরে বা হেঁশেলে আগুন নিয়ে তিনি রাস্তায় নেমে তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন বিজেপি সরকারের। ইতিমধ্যেই রাজ্যে সাফল্য পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কন্যাশ্রী বা সবুজ সাথীর মতো প্রকল্পও নজর কেড়েছে বারবার। কলকাতা মহিলাদের জন্য সেফ সিটির তকমাও পেয়েছে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইউএসপি হল তার প্রতি মহিলাদের গত কয়েক বছর ধরে অগাধ আস্থা ভোট বাক্সে। আস্থা লোকসভা ভোটের আগেও ধরে রাখতে এবার মরিয়া তৃণমূল কংগ্রেস।