International Women’s Day: যৌনকর্মীদের নিয়ে তৈরি এমন পাঁচটি তথ্যচিত্র যা আপনাকে নাড়িয়ে দেবে, দেখে নিন তালিকা

যৌনকর্মীরা আমাদের সমাজে সম্মানের পাত্র কখনোই হয়ে ওঠেনি(International Women’s Day)। তারা কত কষ্টের মধ্যে জীবনযাপন করে, কতরকম প্রতিকূলতা পেরিয়ে তাদের বেচেঁ থাকতে হয়, সেই সম্পর্কে আমরা অনেকেই জ্ঞাত নই। সঞ্জয় লীলা বানসালী পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র গাঙ্গুবাই কথিয়াওয়ারি- তে আলিয়া ভাট একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন(International Women’s Day)। এই ছবিতে আলিয়াকে যৌনকর্মীদের শিক্ষার অধিকার, সুজীবনযাপন এবং সম্মানের অধিকার নিয়ে কথা বলতে দেখা যায়।
চলুন জেনে নিই এমন পাঁচটি তথ্যচিত্র সম্পর্কে যা আমাদের দেখিয়েছে কতটা বেদনাদায়ক হয় যৌনকর্মীদের জীবন।
১) কেজড অন্টিল ব্রোকেন: মুম্বাই শহরের যৌনকর্মীদের নিয়ে তৈরি এই তথ্যচিত্র আমাদের দেখায় আজকের কামাঠিপুরার গল্প। এই ছবিতে আমরা জানতে পারি কি ভাবে যৌনকর্মীরা এসে পরে এই অন্ধকার দেহব্যবসার দুনিয়াতে। চিত্র সাংবাদিক হাজেল থম্পসন এই তথ্যচিত্রে অতি নিপুণতার সাথে ফুটিয়ে তোলেন যৌনকর্মীদের জীবনের প্রত্যেকটি গল্প। তথ্যচিত্রটি ইউটিউবে দেখা যাবে(International Women’s Day)।
২) ড্যান্স, সেক্স, ড্যান্স: দেবদাসী প্রথা সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞাত। বহুযুগ আগে অবসান ঘটে যাওয়া এই সংস্কৃতি আজকের সমাজে নিজের জায়গা কিভাবে করে নিয়েছে তারই গল্প বলে এই তথ্যচিত্র। মুজাফফরপুরের রাস্তায় এখনও কিভাবে এই ব্যবসা চলে সেই সম্পর্কে সমাজকে অবগত করে এই ছবিটি(International Women’s Day)।
৩) বর্ন ইনটু ব্রথেল: যানা বৃস্কি ও রোস কৌফম্যান পরিচালিত এই ছবি আমাদের দেখায় কলকাতার যৌনকর্মীদের গল্প। এই ছবিটি একাডেমী অ্যাওয়ার্ড -এ ভূষিত হয়। আমাজন প্রাইমে ছবিটি দেখা যাবে।
৪) হোর্স গ্লোরি: তিনটি পর্ব নিয়ে তৈরি এই তথ্যচিত্রটি পরিচালনা করেন মাইকেল গ্লাওয়ককার। তার পরিচালিত এই তহ্যচিত্রটি আমাদের দেখায় বাংলাদেশ, থাইল্যান্ড ও মেক্সিকোর যৌনকর্মীদের(International Women’s Day) জীবনের নানান গল্প। আমাজন প্রাইম ভিডিওতে এই ছবিটি দেখা যাবে।
আরও পড়ুন: ওরা শেখাচ্ছে গণতন্ত্রের নয়া পাঠ, নারী শক্তিতেই শক্ত হচ্ছে রাজনীতির ভীত
৫) প্রস্টিটিউটস অফ গড: দেবদাসী প্রথার অন্ধকার দিক নিয়ে তৈরি এই ছবিটি আমাদের দেখায় কিভাবে বাবা মায়েরা নিজেদের কন্যাসন্তানকে দেহ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় ধর্মের নামে(International Women’s Day)। ছবিটি ইউটিউবে দেখা যাবে।
এছাড়াও দ্যা প্রস্টিটিউটস অফ দৌলতদিয়া, সল্ড ইন আমেরিকা, বায়িং সেক্স প্রভৃতি তথ্যচিত্র যৌনকর্মীদের জীবনের অন্তর্নিহিত সমস্যা ও অনেক না বলা গল্প দেখায়।