যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি থেকে পোষা বিড়ালকে নিয়ে বাড়ি ফিরলেন যুবক,এভাবেই নজির গড়লেন বীরভূমের শাহরুখ

ইউক্রেন রাশিয়ার (Russia-Ukraine war)যুদ্ধের প্রভাবে বিধ্বস্ত গোটা দুনিয়া। এই দু’দেশের মধ্যে সংগঠিত যুদ্ধের দাঙ্গা এবার তৃতীয় বিশ্বযুদ্ধের (Russia-Ukraine war) রণডঙ্কা বাজিয়ে দিয়েছে। প্রায় ধ্বংসপ্রাপ্ত এই দেশ দুটি থেকে প্রত্যেক দেশ নিজেদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন। বলা বাহুল্য যে ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়দের অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় সরকার তোড়জোড় আরম্ভ করে দিয়েছে। ইতিমধ্যে ইউক্রেনে আটকে থাকা বহু ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। ইউক্রেনে আটকে থাকা অনেক ভারতীয়দেরই আবার পোষা প্রাণীও রয়েছে। এদের মধ্যে একাংশ তাদের পোষা (Pet ) প্রাণীদের ছেড়ে আসতে নারাজ। তার মধ্যেই একজন হল বীরভূমের সিউরির যুবক শাহরুখ। এরকম জটিল পরিস্থিতির (Russia-Ukraine war) মাঝেও তিনি তার প্রিয় পোষা বিড়ালকে ছেড়ে আসেননি। এভাবেই মহানুভবতার নজির গড়লেন শাহরুখ।

আরও পড়ুন…………Liquor Ban : বেয়াইনি মাদক ব্যবসা বন্ধ করতে বিহারে নতুন পদক্ষেপ, বাজেয়াপ্ত করা হবে সমস্ত সম্পত্তি

শাহরুখের প্রিয় পোষা বিড়াল সিমি,বহু আদরের সিমিকে তিনি কিছুতেই ফেলে আসতে পারছিলেন না। দীর্ঘদিনের পোষা সিমিকে শাহরুখ নিজের থেকেও বেশি ভালোবাসে। সিমিকে উপহার হিসেবে পেয়েছিলেন জানালেন শাহরুখ। তিনি সংবাদমাধ্যমকে জানান জে,প্রথমে সিমিকে নিয়ে বিমানে ওঠায় নানা রকম প্রতিকূলতা ও জটিলতা দেখা যায়। এর থেকে সুরাহা পেতে তিনি স্বয়ং প্রধানমন্ত্রীকে টুইট করেন। শেষমেশ প্রিয় সিমিকে নিয়ে ইউক্রেন থেকে উড়ে আসেন বীরভূমে। ডাক্তারি পড়তে যাওয়া এই যুবকের গলায় এক আর্তনাদের ছোঁয়া। সেখানের পরিস্থিতি সম্পর্কে বলত গিয়ে তিনি জানান যে ইউক্রেনকে তিনি চিনতেন সেই ইউক্রেন এখন আর নেই। তা এখন শুধু ধ্বংসস্থুপের সাক্ষী।

Russia-Ukraine war

আরও পড়ুন………‘মা আমার কাছে সব’,এভাবেই আন্তর্জাতিক নারীদিবসে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত

সোমবার গভীর রাতে পোষা বিড়াল সিমিকে নিয়ে বীরভূমের সিউরিতে নিজের বাড়িতে ফিরেন শাহরুখ। ২০১৬ সালে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেন পাড়ি দিয়েছিলেন শাহরুখ। হঠাৎ এরই মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ায় ফিরে আসতে হয় শাহরুখের মত আরও অনেককে। সিমিকে নিয়ে দোটানায় পড়ে গেলেও তিনি সিমিকে ছাড়া আসতে নারাজ। শাহরুখ আরও জানান যে, ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের তৎপরতা সত্যিই অনস্বীকার্য। এর জন্য তিনি ভারতের দূতাবাস মন্ত্রণালয় ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।




Leave a Reply

Back to top button