Uttarakhand Polls: আবার সরকার গড়বে বিজেপি? নাকি এইবার ক্ষমতা দখল কংগ্রেসের!

সর্বভারতীয় স্তরে কংগ্রেস দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে আসার পর উত্তরাখণ্ডের নির্বাচনের(Uttarakhand Polls) ফলাফলে পরিবর্তন হতে পারে বলে আশা করছে সোনিয়া গান্ধীর কংগ্রেস। যদিও বেশিরভাগ এক্সিট পোল অনুযায়ী উত্তরাখণ্ডে আগামী সরকার(Uttarakhand Polls) গড়বে বিজেপি কিন্তু কংগ্রেসের একাংশ এই তত্ত্বে আমল দিতে নারাজ। তাদের মতে ২০০০ সালের পর এই প্রথম কোনো নির্বাচনে ৭০ টির মধ্যে অন্তত ৩৫ থেকে ৪০ টি আসনে জয়ী হবে কংগ্রেস প্রার্থী।
আরও পড়ুন: Liquor Ban : বেয়াইনি মাদক ব্যবসা বন্ধ করতে বিহারে নতুন পদক্ষেপ, বাজেয়াপ্ত করা হবে সমস্ত সম্পত্তি
ভোটগণনা শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। উত্তরাখণ্ডের(Uttarakhand Polls) রাজধানী দেহরাদুনে এখন রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে। বিজেপির সর্বভারতীয় সম্পাদক সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় অবশ্য ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে সংখ্যাগরিষ্ঠতা না পেলে অন্য পন্থা নেবে বিজেপি। এর আগেও বিজয়বর্গীয় কংগ্রেসের বিধায়কদের ভাঙিয়ে নিজেদের দলে এনেছিলেন ২০১৬ সালে, তারপর ২০১৭ সালে ৫৭ জন বিধায়ককে নিয়ে সরকার গড়ে বিজেপি। আর কংগ্রেসের ঝুলিতে ছিল মাত্র ১১ টি আসন(Uttarakhand Polls)। এইবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে ভেবে কংগ্রেসের হাই কমান্ড একটি বিশেষ দল উত্তরাখণ্ডে পাঠিয়েছে। হরিয়ানার সাংসদ দিপেন্দের সিং হুডার নেতৃত্বে পরিচালিত এই বিশেষ দলের মূল লক্ষ্য হচ্ছে, কোনো মতেই জয়ী কংগ্রেসী বিধায়কদের দলবিমুখ না হতে দেওয়া।এমনও শোনা যাচ্ছে ফল ঘোষণার পরেই জয়ী কংগ্রেসী বিধায়কদের আকাশপথে বের করে আনা হবে দেরাদুনের থেকে(Uttarakhand Polls)। এই পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন লড়াইটা যদি হাড্ডাহাড্ডির হয় তবে কংগ্রেসের পক্ষে সরকার গঠন করা কখনোই সম্ভব হবে না। যদি নির্দলীয় এবং বি.এস.পি-র জয়ী প্রার্থীরা বিজেপিতে নাম লেখান সেই ক্ষেত্রেও কংগ্রেসের সরকার গড়ার স্বপ্ন স্রেফ স্বপ্ন হয়েই থেকে যাবে(Uttarakhand Polls)।
আরও পড়ুন: কাঁচা বাদাম পেরিয়ে নেট কাঁপাচ্ছে ‘খালি ছোড়ি পাটাতা হ্যাঁয়’! হাস্যকৌতুকে মজে নেটিজেনরা
উত্তরাখণ্ডের পূর্ব মুখ্যমন্ত্রী অবশ্য মনে করেন মানুষ বিজেপিকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনবে কারন তারা উন্নয়ন দেখেছে এমনকি সমস্ত সরকারি স্কিমের আওতায় থাকা গরীব মানুষেরাও অনেক সুযোগ সুবিধা পেয়েছেন কোভিডের সময়(Uttarakhand Polls)। নির্বাচনে জিতলে কংগ্রেস একটি মুসলিম ইউনিভার্সিটি গঠন করবে বলে কথা দেয় এবং বিজেপির প্রচারের মধ্যমণি ছিল রামমন্দির এবং ৩৭০ অবলুপ্তি।