Assembly Election Results 2022: পাঞ্জাবে চলছে ঝাড়ু, গণনা বলছে হাতের উপর ভরসা হারাচ্ছে পাঞ্জাবের জনগণ

প্রত্যুষা সরকার, কলকাতা: এত দিনের চিন্তার অবশান। দন্দ- বির্তক শেষে আর কিছুক্ষন পর শুরু হবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা (Assembly Election Results 2022)। সব জল্পনার অবশান ঘটিয়ে প্রকাশ হবে নির্বাচনের ভল। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বুথফেরত সমীক্ষা। তাতে দেখা গিয়েছে, পঞ্জাবে উঠতে পারে বাড়ুর ঝড়। জনমতে আম আদমি পার্টিয-র দিকেই পাল্লা ভারী থাকায় খুশি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত সিং মান। বাড়িতে চলছে বিরাট আয়োজন, চলছে উৎযাপনের প্রস্তুতি।
কেজরিওয়ালের দলের জন্য জয়ের পূর্বাভাস
এক সংবাদমাধ্যমের ভিজ্যুয়ালগুলি থেকে দেখা যাচ্ছে যে, এক্সিট পোলগুলি পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের দলের জন্য জয়ের পূর্বাভাস দেওয়ার পরে আম আদিম পার্টি- এর বিজয়ের প্রত্যাশায় সাঙ্গরুরে ভগবন্ত মান-এর বাড়িতে দৈত্যাকার খাবারে জিলিপি তৈরী করা হচ্ছে। ভগবন্ত মান সাঙ্গরুরের গুরুদুয়ারা গুরসাগর মাস্তুয়ানা সাহেবে প্রার্থনা করেন।
আরও পড়ুন- পরীক্ষা সম্পূর্ণ হয়নি, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, টুইটে কড়া বার্তা অখিলেশ যাদবের
ভোট গণনার আগে জয়ের উচ্ছাস ভগবন্ত সিং মানের
ভোট গণনা (Assembly Election Results 2022) শুরুর আগেই, গত বুধবার তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বা সিএম-র অর্থ হল কমন ম্যান। আমাদের দল যদি ক্ষমতায় আসে এবং আমি মুখ্যমন্ত্রী হই, তবুও আমি এক সাধারণ মানুষই থাকব। তাতে কোনও পরিবর্তন আসবে না।” মুখ্যমন্ত্রী পদ পেলে সর্বদা সংবাদের শিরোনামে এবং লোকচক্ষুতে থাকতে হয়, তা নিয়ে তিনি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন, এক সংবাদমাধ্যম থেকে এই প্রশ্ন করা হলে প্রাক্তন কৌতুক অভিনেতা ভগবন্ত সিং মান বলেন, “খ্যাতি বরাবরই আমার জীবনের অংশ হিসাবে রয়েছে। তাই এই বিষয় নিয়ে আমি চিন্তিতও নই এবং তা আমার মাথায় চড়ে বসতে দেব না।” (Assembly Election Results 2022)
মদ্যপানের অভিযোগে প্রতিদ্বন্দ্বী দলগুলির দ্বারা আক্রমণ ভগবন্ত সিং
ভগবন্ত সিং-কে প্রচার চলাকালীন মদ্যপানের অভিযোগে এবং পার্লামেন্ট সহ জনসমক্ষে মাতাল হওয়ার অভিযোগে প্রচারাভিযান জুড়ে প্রতিদ্বন্দ্বী দলগুলির দ্বারা আক্রমণ করা হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের আগের দিন এই বিষয়ে প্রশ্ন (Assembly Election Results 2022) করা হলে, মান সেই প্রশ্ন এড়িয়ে যান। তবে জনসাধারণের জন্য কাজ করার আশ্বাস দিলেন তিনি। মুখ্যমন্ত্রী হলে তিনি প্রথমেই কী করবেন, এই প্রশ্নের জবাবে শাসক দল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। এক সংবাদমাধ্যমে তিনি বলেন, “আমি এখনও মানুষের মাঝে যাব এবং তাদের সাথে কাজ করব, তাদের জন্য। আমি মনে করি না যে আমি মুখ্যমন্ত্রী হলে আমার রাজনীতি আমার মাথা খারাপ করবে। এটা আমার জন্য নতুন কিছু নয়,”। তিনি আরও বলেন “আমরা পাঞ্জাবকে আবার পাঞ্জাব করব। এটাকে প্যারিস, লন্ডন বা ক্যালিফোর্নিয়ায় পরিণত করার দরকার নেই। (Assembly Election Results 2022)
পাঞ্জাবে আগিয়ে আম আদমি পার্টি
পাঞ্জাবের এক্সিট পোলের একটি সমীক্ষা দেখায় যে আম আদমি পার্টি রাজ্যে সর্বাধিক আসন জিতবে।অ্যাস্বেম্লি পোল এ দেখা যাচ্ছে এখন মোট ১১৭টি আসনের মধ্যে ৯০ টি আসনে এগিয়ে আছে আম আদিম পার্টি (Assembly Election Results 2022)। সেই দিক দিয়ে পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চারঞ্জিত সিং চান্নি কংগ্রেসের প্রত্যাশী হিসেবে অনেক পিছিয়ে আছে। এবং দিল্লির বিভিন্ন দপ্তরে শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ আড়ম্বর পাঞ্জাবি রাস্তাতেও চলছে ঢোল তাশা নাগারা নিয়ে চলছে ভাংড়া।