Punjab Election Result 2022 : সাথে অনেক উন্নয়নের প্রতিশ্রুতি, প্রাক্তন কমেডিয়ানের হাতেই উঠল পাঞ্জাবের স্টেয়ারিং

পাঞ্জাবে জয়জয়কার আম আদমি পার্টির। দিল্লির সীমানা পেরিয়ে এবার কংগ্রেসের এককালের শক্ত ঘাঁটিকে ছিনিয়ে নিল আম আদমি পার্টি( Punjab Election Result 2022 )। দেশ জুড়ে হওয়া দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে উত্থান হয় অরবিন্দ কেজরিওয়ালের। প্রথম জীবনে রাজনীতি ময়দানে বহু অপমান। আজ অবশেষে সেই সকল অপমানের জবাব দিলেন তিনি। দেশে প্রধান ও পুরাতন দলের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে জাতীয় রাজনীতিতে নিজের পায়ের তলার মাটিকে শক্ত করে ফেললেন তিনি।

Punjab Election Result 2022

এদিন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয় লাভ করল আপ। ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসন নিজেদের ঝুলিতে তুলে নিল তাঁরা। পরিবর্তন করে দিল ওই রাজ্যের রাজনৈতিক সমীকরণ। অরবিন্দ কেজরিওয়াল রাজনীতিতে একটা নতুন মুখ। আর সেই নতুন মুখ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে দেশের সামনে তুলে ধরলেন আরও একটি নতুন মুখ। চরণজিৎ সিং চন্নিকে হারিয়ে পাঞ্জাবের সিংহাসন দখল করল ভগবন্ত মান। রাজনীতির ময়দানে সে একেবারেই একজন নতুন ব্যাক্তি। তার উপর আবার রাজনীতির প্রেক্ষাপটে বয়সও অল্প তাঁর। অল্প বয়সেই জয় করলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ। কিন্তু এই ভগবন্ত মানকে দেশের মানুষ ঠিক করে চিনে উঠতে পারেনি এখনও।

কানে এসেছে রাজনীতির ময়দানে এই নতুন মুখ নাকি এককালের সফল কমেডিয়ান। শুনে অবাক হলেন বুঝি? গোটা বিষয়টা যেন হয়ে গেল ইউক্রেনের মতো। সেখানেও নাকি সরকার চালায় একজন কমেডিয়ান। এবার এই দেশের একটি অন্যতম রাজ্যের দায়িত্বভারও গেল তেমনই একজন কমেডিয়ানের হাতে। উল্লেখ্য, পাঞ্জাবের কোলেই জন্ম তাঁর। রাজনীতিতে আসার ইচ্ছা কোনওদিনই ছিল না। মানুষকে হাসিয়েই খুশি থাকতেন তিনি। কমেডিয়ান, এটিই ছিল তাঁর নেশা ও পেশা। মানুষের কাছে তখনও ইউটিউব কিংবা ফেসবুক ব্লগাররা পৌঁছায়নি। কিন্তু গোটা পাঞ্জাবে তখনই স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে নাম ছড়িয়ে গেছে তাঁর। রাজনীতিতে আসার আগেই মিলে যায় জনপ্রিয়তা।

রাজনীতিতে নামার ইচ্ছা না থাকলেও তাঁর কমেডির বিষয়বস্তু কিন্তু রাজনীতিই ছিল। আর সেই পথেই চলতে চলতে হটাৎই একদিন রাজনীতিতে যোগ তাঁর। ২০১১ সালে তিনি পিপলস পার্টি অফ পাঞ্জাবে যোগ দিয়েছিলেন। যোগ দেওয়ার পর বিধানসভা নির্বাচনে হেরে যান তিনি। এরপর এরপর আম আদমি পার্টি যখন পাঞ্জাবের রাজনীতিতে প্রবেশ করতে শুরু করে, তখন কেজরিওয়ালের হাত ধরেন ভগবন্ত।

অনেক দিন ধরে রাজনীতি করেও রাজনীতির ময়দানে বিশেষ পরিচয় করতে পারেনি তিনি অনেকদিন। সংসদে মদ্যপ অবস্থায় যাওয়া থেকে নানা বিতর্ককে ঘিরে শুরু হয় তাঁর রাজনৈতিক জীবন। নিজের দিকে আসা সমস্ত অভিযোগকে কখনই নস্যাৎ করে দেননি তিনি। সেই সকল অভিযোগকে মাথা পেতে মেনে নেন এবং রাজনৈতিক জীবনের পথে উন্নতি সাধনের জন্য এগিয়ে চলেন। একজন কমেডিয়ান থেকে নিজের পেশাগত জীবন শুরু করে আজ তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : লম্বা দৌড়ের পথে মোদী, পাঁচ রাজ্যে জয় ইঙ্গিত দিচ্ছে এমনটাই




Leave a Reply

Back to top button