Punjab Polls: মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ জানা যাবে আজ সন্ধ্যায়, জানালেন মান

 

শুক্রবার পাঞ্জাবের(Punjab Polls) ভাবী মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মান(Bhagwant Mann) বলেন আজকের মধ্যে শপথগ্রহন অনুষ্ঠানের তারিখ সবাইকে জানিয়ে দেবেন। আজকে দিল্লিতে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরওয়াল( Arvind Kejriwal)- এর সাথে দেখা করতে যাচ্ছেন বলে তিনি জানান। পাঞ্জাবের ঝারু ঝরে যেনো সব দল প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে(Punjab Polls)।৫ রাজ্যে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল আসার পর সবাইকে চমকে দেয় আপ।

আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়া নিজের দাবিতে অনড়, জমি ছাড়ছে না জেলেনস্কিও

এক সংবাদসংস্থা অনুযায়ী মান( Bhagwant Mann) বলেন, ” আমি দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সাথে দেখা করতে যাচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে আপনাদের (শপথ গ্রহণের) তারিখ দেব। আগামীকাল গভর্নরের সাথে দেখা করবেন, এরপর (স্বাধীনতা সংগ্রামী) ভগৎ সিং-এর গ্রাম খটকার কালানে শপথ গ্রহণ করবেন।”

এইবারের নির্বাচনে(Punjab Polls) কেজরিওয়ালের(Arvid Kejriwal) প্রচার মূলত ভগৎ সিং এবং বাবা সাহেব আম্বেদকর কেন্দ্রিক ছিল। বিশেষ করে নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দু ছিল শিক্ষার প্রসার(Punjab Polls)। অরবিন্দ কেজরিওয়াল(Arvid Kejriwal) এমনও বলেন যে, বাবা সাহেব আম্বেদকরের শিক্ষার আলো প্রস্ফুটিত করার যে স্বপ্ন ছিল তা পূরণের সংকল্প নিয়েছেন(Punjab Polls)।পূর্বে কমেডিয়ান হিসেবে পরিচিত মান – এর  নেতৃত্বে দিল্লিতে কদম রাখে আম আদমি পার্টি। ধুরী নির্বাচনী কেন্দ্রে মানের(Bhagwant Mann) বিপরীতে থাকা কংগ্রেস প্রার্থী দালভির সিং গল্ডি- কে পরাজিত করেন ৫৭,৭১৭ টি ভোটে(Punjab Polls)। মানের মোট প্রাপ্ত ভোট সংখ্যা ৮২,০২৩টি, যা ঐ কেন্দ্রে মোট ভোটের ৬৪ শতাংশ। অন্যদিকে গল্ডি পায় মাত্র ২৪,৩০৬ টি ভোট(Punjab Polls)।

আরও পড়ুন: অভিনয়ের আড়ালে দেহব্যবসাই ছিল পেশা, জেনে নিন অন্ধকার জগতের অভিনেত্রীদের নাম

এই বছরের শুরুতেই ভাগওয়ান্ত মানকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরে অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ১১৭ টি আসনের(Punjab Polls) মধ্যে আম আদমি পার্টির মোট প্রাপ্ত আসন সংখ্যা ৯২ টি, কংগ্রেস সেখানে পায় মাত্র ২০ টি আসন।




Leave a Reply

Back to top button