গেরুয়াতেই মত্ত চার রাজ্য, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ দেখছে বিশেষজ্ঞরা

পাঁচ রাজ্যে ফল ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির অন্দরে এখন খুশির জোয়ার। মনিপুর, গোয়া, উত্তরাখণ্ড ও দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে জয়ী হয়েছে বিজেপি(Assembly Elections Results 2022) এবং পাঞ্জাবে সাধারন মানুষ বেছে নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে। বিজেপির প্রচারের মূল বক্তব্য ছিল নরেন্দ্র মোদীর নানান ওয়েলফেয়ার স্কিম এবং ডবল ইঞ্জিন সরকার।কিন্তু পাঞ্জাব বাদে সব রাজ্যে বিপুল ভোটে(Assembly Elections Results 2022) জয়ী হওয়ার কারণ কি শুধুমাত্র নির্বাচনী প্রচার, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ। চলুন জেনে নিই সেই কারণগুলি ।

উত্তর প্রদেশ: হাথরাস কান্ড, কোভিডকালে গঙ্গার জলে ভাসমান অগুনতি লাশ এবং লাখিমপুর খেরির মত গুরুতর অভিযোগের পাত্র ছিল যোগী সরকার তবে ভোটের ফলে তা যেনো একেবারে উধাও(Assembly Elections Results 2022)। মনে করা হচ্ছে, এগুলো উত্তর প্রদেশের মানুষের কাছে একেবারেই নতুন কিছু নয় কারণ হত্যা ও ধর্ষণের নিরিখে উত্তর প্রদেশ বরাবরই দেশের প্রথম রাজ্য হিসেবে উঠে আসে। সেখানে এই দুটি ইস্যু যে মুখ থুবড়ে পড়বে তা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। আদিত্যনাথ  প্রচারে বারবার জানান কিভাবে তিনি উত্তর প্রদেশের দিয়ে মাফিয়ারাজ খতম করেছেন, যদিও বেআইনি ভাবে। তা ছাড়াও প্রচারে বিশেষ জোর দেওয়া হয়েছে কভিড কালের পর নানান রকম ওয়েলফেয়ার স্কিমের উপর, যা সাধারন মানুষের মন জয় করেছে। এছাড়াও হিন্দুত্ববাদী প্রচার যেনো অক্সিজেন যুগিয়েছে বিজেপিকে এই রাজ্যে(Assembly Elections Results 2022)।

আরও পড়ুন: বিতর্কিত রিয়েল মাদ্রিদের ফরাসী ফুটবলার, বিশ্বের সেরা স্ট্রাইকার হলেন যেভাবে

মনিপুর: উত্তরপূর্ব রাজ্যগুলির মধ্যে বরাবরই একটি প্রবণতা লক্ষ্য করা যায়। কেন্দ্রে যে দল ক্ষমতায় থাকে উত্তরপূর্ব রাজ্যগুলি তাদের হয়েই ভোট করে বরাবর। এছাড়াও বিরোধী দলগুলি যথার্থ ইস্যু তুলে না ধরে পায়ের মাটি আরও শক্ত হয় বিজেপির এই রাজ্যে(Assembly Elections Results 2022)।

উত্তরাখণ্ড: ধর্মীয় পর্যটন, ভারতীয় সেনার বিকাশ, দেশের সুরক্ষা- এই বিষয়গুলো নির্বাচনী প্রচার তালিকায় প্রথম সারিতে ছিল। কংগ্রেসের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলেও সর্বভারতীয় স্তরে তাদের নিষ্ক্রিয় ভূমিকা সাধারন মানুষের মধ্যে কোনো রকম আলোড়ন সৃষ্টি করতে পারেনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার প্রচারের জন্য ছুটেছেন এই রাজ্যে, যা সাধারন মানুষের মনে দাগ কাটতে সফল হয়েছে(Assembly Elections Results 2022)।

গোয়া: এই রাজ্যে বিজেপির প্রার্থীরা ছিলেন হেভিওয়েট, যাদের উপর ভরসা করতে দ্বিধা করেনি পার্টি সুপ্রিমোরা। এছাড়াও তৃণমূল কংগ্রেসের জন্য ভোট ভাগ হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও এই রাজ্যে কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল তাদের হারের অন্যতম কারণ(Assembly Elections Results 2022)। বিরোধীদের প্রচারে জায়গা পায়নি সামাজিক ও অর্থনৈতিক ইস্যু, যা একটি বড় ভুল হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও নানান রকম প্রকল্প বিজেপির জেতার পিছনে অন্যতম চাবিকাঠি হিসেবে কাজ করেছে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন:শিল্পীদের সম্মানে আয়োজিত ‘টেলি আকাদেমি অ্যাওয়ার্ড’,এক নজরে দেখে নিন কোন বিভাগে কে পেল সেরার সম্মান

পাঞ্জাব: এইবারের নির্বাচনে কেজরিওয়ালের প্রচার মূলত ভগৎ সিং এবং বাবা সাহেব আম্বেদকর কেন্দ্রিক ছিল। বিশেষ করে নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দু ছিল শিক্ষার প্রসার। অরবিন্দ কেজরিওয়াল এমনও বলেন যে, বাবা সাহেব আম্বেদকরের শিক্ষার আলো প্রস্ফুটিত করার যে স্বপ্ন ছিল তা পূরণের সংকল্প নিয়েছেন(Assembly Elections Results 2022)।




Leave a Reply

Back to top button