কলকাতার মহাশ্বেতা, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৮০০ ভারতীয়কে রক্ষা করে আনলেন একাই

রাজকুমার মণ্ডল, কলকাতা : একাই একশো কলকাতার মহাশ্বেতা (‌ Mahasweta Chakraborty )‌ । যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৮০০ ভারতীয়কে রক্ষা করে আনলেন নিজেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে ত্রাতা এই বঙ্গললনা। ২৪ বছর বয়সী কলকাতাবাসী মহিলা পাইলট যুদ্ধ ক্ষেত্র থেকে ৮০০ টিরও বেশি ভারতীয়কে সরিয়ে আনেন। ইউক্রেন সংকটের মধ্যেও কলকাতার পাইলট সীমান্ত থেকে ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন মহাশ্বেতা চক্রবর্তী  (‌ Mahasweta Chakraborty )‌ । ৮০০ জনেরও বেশি আটকে পড়া ভারতীয়কে উদ্ধার করেছিলেন নিজের দক্ষতায়। অবশ্যই ভারতের জন্য একটি গর্বের মুহুর্ত। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য কয়েকটি উদ্ধার অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন কলকাতার পাইলট মহাশ্বেতা চক্রবর্তী।Mahasweta Chakraborty,

মহাশ্বেতা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সীমান্ত থেকে ফ্লাইট পরিচালনার প্রধান দায়িত্বে ছিলেন। ইউক্রেন, পোল্যান্ড এবং হাঙ্গেরির সীমান্ত থেকে ৮০০ জনেরও বেশি ভারতীয় ছাত্রকে উদ্ধার করেছিলেন। কলকাতা-ভিত্তিক মহিলা পাইলট মহাশ্বেতা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তীর মেয়েও। মহাশ্বেতার  (‌ Mahasweta Chakraborty )‌ জন্য বিশাল শ্রদ্ধা জানানো হয়েছে রাজ্যে বিজেপির তরফে।

আরো পড়ুন‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌লক্ষ্যপথে লক্ষ্য সেন, জার্মান ওপেন চ্যাম্পিয়ান হওয়ার লক্ষ্যে লক্ষ্য

রাশিয়া-ইউক্রেন যুদ্ধককালীন পরিস্থিতিতে ভারতের অপারেশন গঙ্গা বিদেশ থেকে নাগরিকদের উদ্ধার করেছে। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে নেপালি নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। অপারেশন গঙ্গার অধীনে ইউক্রেন  (‌ Mahasweta Chakraborty )‌ থেকে নয় বাংলাদেশী নাগরিককে উদ্ধার করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় ছাত্র এবং নাগরিকদের ফিরিয়ে আনার জন্য মোট ৪৯টি বিশেষ ফ্লাইটের বন্দ্যোবস্থ করা হয়।




Leave a Reply

Back to top button