Siliguri : সেফ ড্রাইভ সেফ লাইফ, পোষ্যই রক্ষা করল ট্রাফিক আইন

অহেলিকা দাও, কলকাতা : হেলমেট ( helmet ) নেই, লাইসেন্স ( licence ) নেই, সিট বেল্টও ( sit belt ) পরছেন না? এমনতো অনেক মানুষকেই রাস্তা ঘাটে সচরাচর দেখা যায়। তাই ২৭ জানুয়ারি শিলিগুড়িতে ( Siliguri ) আইন চালু করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ট্রাফিক আইন ( traffic rules ) ভঙ্গ ( break ) করলে এবার দিতে হবে মোটা টাকা জরিমানা ( Fine )। তবে এবার সেই আইনকে রক্ষা করার দৌলতে এবং এই হেলমেট ( helmet ) পরাকে কেন্দ্র করেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হল শহর শিলিগুড়ি ( Siliguri )। 

হঠাৎই শিলিগুড়ির ( Siliguri ) রাস্তায় দেখা গেল নিজেদের পোষ্যকে ( pet ) বাইকের ( bike ) সামনে হেলমেট পরিয়ে ঘুরছেন এক দম্পতি ( couple )। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান কার্যালয়ে সামনে ঘটেছে এই ঘটনা। যা দেখে হতবাক পুলিশ ( police ) সহ সাধারণ মানুষ। রীতিমতো মাস্ক ( mask ) ও হেলমেট পরেই বাইকে সফর করছে কুকুরটি। দিব্যি খুশিতেও ( happy ) আছে সে।

Siliguri

ট্রাফিক আইন অনুযায়ী ( Siliguri ) বাইকে চাপলে অবশ্যই হেলমেট পরা উচিত। এই আইন লঙ্ঘন করেন বহু মানুষ। তাই এই বার্তাকে মানুষের কাছে পৌঁছে দিতে নিজেদের পোষ্যকেও হেলমেট পরিয়ে বাইকে নিয়ে ঘোরেন ওই দম্পতি। বিশেষভাবে তৈরি এই হেলমেটটি। এমনকি এই হেলমেট তারা নিজেরাই বানিয়েছেন বলে জানান।

মুখে কালো মাস্ক, গলায় লাল বেল্ট, কালো আর হলুদ হেলমেটে নিজের পোষ্যকে সাজিয়ে তুলেছেন তারা। ইন্ডিয়ান স্পিচটি ( indian speech dog ) এটিতেই জানো সন্তুষ্ট। শিলিগুড়ির ( Siliguri ) রাস্তায় এই ঘটনাই ভিডিও স্যোশাল মিডিয়ায় ( social media ) ভাইরাল ( viral )।

আরও পড়ুন… অ্যাসিড হামলা দমিয়ে রাখতে পারেনি তাদের ইচ্ছে, আত্মবিশ্বাসেই বাজিমাৎ

আরও পড়ুন… সকৌশলেই রয়ে গেলেন সোনিয়া! ফিরে দেখা এক কালের সেই অগান্ধী কংগ্রেস বোর্ড

২ বছর আগে তামিলনাড়ুর চেন্নাইতে ( chennai ) ঘটেছিল এরকম ঘটনা। সেখানে দেখা গিয়েছিল একটি কুকুর তার মালিকের বাইকের পিছনে শহরে ঘুরে বেড়াচ্ছে। তবে ট্রাফিক রুল মেনে হেলমেট পরে বসে থাকতে দেখা গিয়েছিল কুকুরটিকে। ভিডিওটি চেন্নাইয়ের ভিরুগম্বাকাম অঞ্চলে ঘটেছিল। যেভাবে কুকুরটি বাইকের উপর দক্ষতার সঙ্গে বসে, জিভ বের করে, পায়ের থাবা মালিকের কাঁধের ওপর দিয়ে নিজের ভারসাম্য বজায় রেখেছে, তা মন জয় করেছিল সবার।

মানুষের সাথে যেকোন পশুর সম্পর্ক হওয়া উচিত এরকমই নিবিড়। অনেকেই পশুপ্রেমী বলে নিজেদের দাবি করেন আদেও কি সবাই তা পূরণ করতে পারে? এই ভিডিওর দ্ধারা এটাই প্রমাণিত হয় যে নিজের কুকুরদের নিজেদের সমতুল্য যত্ন ( caring ) নেওয়া উচিত। 

 

 

 




Leave a Reply

Back to top button