গুজরাটের পর এবার কর্ণাটক, পাঠ্যক্রমে গীতার সংযোজন ঘিরে উঠছে প্রশ্ন

গুজরাট সরকার ভাগোয়াত গীতাকে পাঠ্যবইয়ে অন্তুর্ভুক্ত করার খবর আগেই জানিয়েছে(Bhagwat Geeta in school) । এবার কর্ণাটকের বিজেপি সরকার যে একই পথে হাঁটতে চলেছে তার ইঙ্গিত দিয়েছেন খোদ সেই রাজ্যের শিক্ষামন্ত্রী(Bhagwat Geeta in school)। তিনি জানিয়েছেন, ” এই দেশের মানুষ বহু বছর ধরে ভগবদ গীতা পাঠ করে। গীতা বিশ্বের প্রায় সকল মানুষ পাঠ করে এবং বইটি বিশ্বের নানান ভাষায় অনূদিত করা হয়েছে। শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর জন্য, আমরা প্রথমে শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের সাথে এটি নিয়ে আলোচনা করব”।
আরও পড়ুন: ক্যাপ্টেন্সিতে বিন্দাস রোহিত, শর্মার অধিনায়কত্বে খোঁচা ব্র্যাাড হগের
শিক্ষামন্ত্রী বিসি নাগেশ শুক্রবার জানান গীতাকে পাঠ্যক্রমে যুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে এর নৈতিক শিক্ষার সাহায্যে ছাত্রদের মূল্যবোধ জাগিয়ে তোলা(Bhagwat Geeta in school)। অবশ্য এই বছরের পাঠ্যক্রমে তা যুক্ত হচ্ছে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন(Bhagwat Geeta in school)। “আমরা এই শিক্ষাবর্ষে গীতাকে অন্তর্ভুক্ত করব না, তবে স্কুলের শিক্ষার্থীদের কাছে নৈতিক বিজ্ঞানের শিক্ষা প্রদানের স্বার্থে আমরা আগামী বছরগুলিতে এটি অন্তর্ভুক্ত করব”, তিনি বলেন। কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার বলেন রামায়ণের অনেক অধ্যায় আগে থেকেই পাঠ্যসূচিতে রয়েছে(Bhagwat Geeta in school), তিনি জানান, ” পাঠ্যক্রম পরিবর্তন বা স্কুলের পাঠ্যসূচিতে গীতার নতুন অধ্যায় যোগ করার দরকার নেই। সব ধর্মের সংস্কৃতি সম্পর্কে মানুষের জানার অধিকার আছে। এটা ভুল নয়, তবে এখন পাঠ্যক্রমে পুরো গীতা অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই”।
আরও পড়ুন: আর্কাইভিস্ট রব মুডি, বিশ্ব ক্রিকেটের যাবতীয় ফুটেজ রয়েছে ইউটিউবার রবের কাছে
বিজেপির এই সিদ্ধান্তকে তিনি রাজনৈতিক চাল বলেছেন এবং জানান যে বিজেপির আগেও অনেকে গীতার প্রচার করেছেন কিন্তু বিজেপি যেনো নিজেকে গীতার সৃষ্টিকর্তা হিসেবে দেখাচ্ছে(Bhagwat Geeta in school)। তিনি বলেন, “এটা নতুন নয়। এর আগে কেঙ্গাল হনুমানথাইয়া দুই টাকায় ভাগবত গীতা বিতরণ করেছিলেন। পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত করে বিজেপি সরকারের কৃতিত্ব নেওয়ার দরকার নেই”। গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু ভাঘানি গতকাল বিধানসভায় জানান, ” শ্রীমদ ভগবদ্ গীতার মূল্যবোধ, নীতি ও গুরুত্ব সকল ধর্মের মানুষ গ্রহণ করে। ষষ্ঠ শ্রেণীতে, শ্রীমদ ভগবদ গীতা এমনভাবে চালু করা হবে যাতে শিক্ষার্থীদের এতে আগ্রহ তৈরি হয়”।