কিশমিশ ছবির ট্রেলারেই বাজিমাত, দেব-‌রুক্মীনি মিষ্টি প্রেমের দুষ্টুমি

রাজকুমার মণ্ডল, কলকাতা : প্রেমের গল্পে মজে থাকা আর কি। কিসমিস ছবি অনেকটাই সেরকম। মিষ্টি প্রেমের গল্পে হাবুডুবু তারপর বিচ্ছেদ। আবার উথলে পড়া নতুন প্রেম। এই ফিল্মে প্রেম ( Kishmish ) দেখানো হয়েছে অনেকটাই ভিন্ন স্বাদের। প্রেমে থাকবে মিষ্টি কথা, মিষ্টি সুর, ছন্দ তাল। আবার প্রেম বিনষ্ট হলেই বাজবে অন্য সুর। প্রেমের গল্প ‘কিশমিশ’ নিয়ে হাজির দেব। ভালোবাসা বাইরে থেকে দেখতে একরকম স্বাদের। আবার প্রেমে পড়লে ভিন্ন স্বাদ। কিশমিশ (Kishmish) অনেকটাই একই রকম। দেখতে এরককম আবার খেতে আরেক রকম। ভিন্ন স্বাদের প্রেমের কথা নিয়েই বাংলা চলচিত্রে অন্যতম নায়ক দেব অভিনিত ছবি কিশমিশ।Kishmish

‘কিশমিশ’ ছবি সম্প্রতি মনে কাড়তে তৈরী সক্কলের। আপাতত রিলিজ ছবির ট্রেলার।সোশ্যাল মিডিয়াতে ‘কিশমিশ’ ছবির ট্রেলার (Kishmish ) ভাইরাল। টিনটিন আর সোহিনীর যুগলবন্দি প্রথমেই। আতাবোলা টিনটিন যেন আপনভোলা চরিত্র। মা বাবার একমাত্র ছেলে টিনটিন পড়াশোনায় ফেলু মার্কা ডাকনামে ‘ফেলু দা’,কলেজের টপার রোহিনীর সাথে প্রেম। প্রেমের প্রথমে বিষাদ থাকলেও পরে প্রেম জমে ক্ষীর। রোহিনী টিনটিন প্রেম যে পথে হাঁটে সেই একই কথাই বলে। এর পর আসে ব্যর্থতা। তারপর যেন সব কিছু কেমন যেন ওলটপালট হয়ে গেল।

আরও পড়ুন অনুষ্কা না নাতাসা!‌ কে বেশী লাস্যময়ী, ক্রিকেটার সঙ্গিনীদের দেখতে মুখিয়ে আইপিএল

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ভিন্ন রকমের তিনটি কাহিনী মিশ্রিত। কিশমিশ ছবিতে নায়ক সুপারস্টার দেব। দেবের (Kishmish ) বিপরীতে নায়িকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কমিক বুক আর্টিস্টের চরিত্রে দেব ও কলেজের টপার মেধাবী ছাত্রী রুক্মিণী অভিনয় করছেন। ছবিতে অভিনয় করছেন জুন মালিয়া, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর থেকে লিলি চক্রবর্তীর মত তারকারা। ট্রেলারের ঝলকে মুগ্ধ সকল ছবিপ্রমীরা। দেব এন্টারটেইনমেন্টস ভেঞ্চারস প্রযোজিত ‘কিশমিশ’  ছবির শুভমুক্তি ২৯ শে এপ্রিল।




Leave a Reply

Back to top button