অরুণিতা-পবনদীপ রোমান্স, ‘পহেলা নশা’ র রোমান্টিক জুটির চর্চা তুঙ্গে

রাজকুমার মণ্ডল, কলকাতা : অরুণিতা ও পবনদীপ ( Pawandeep-Arunita ) চর্চা চলছেই। দুজনের রোমান্স নিয়ে আলোচনা তুঙ্গে। এর আগেও বহু চর্চা হয়েছে পবনদীপ-অরুণিতাকে নিয়ে। আপাতত এই গানের জুটি আমেরিকায় রয়েছে। সেখানে এক লাইভ শো এর ভিডিও পোস্ট করেছেন। স্টেজে পিয়ানো বাজাচ্ছে পবন, আর পাশে দাঁড়িয়ে গান গাইছে অরুণিতা ( Pawandeep-Arunita ) । বলিউডের বিখ্যাত গান ‘পহেলা নশা’ র সুর ধরেছেন গানের রোমান্টিক জুটি। রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল শেষ হলেও কোনোরকন চর্চা কমেনি পবনদীপ-অরুণিতাকে নিয়ে। গানের পাশাপাশি নিজেদের বন্ধুত্ব উপভোগ করছেন দুজনেই।
অরুণিতা-পবনদীপকে নিয়ে মাতামাতির শেষ নেই। এই জুটির প্রেমকাহিনী আপাতত শিরোনামে। বছর ধরে রোমান্টিক গানের জুটির আলোচনা চলছেই। সম্প্রতি ইউএসএ তে বিখ্যাত গান ‘পহেলা নশা’ গাইছেন দুজনেই । পিয়ানো বাজিয়ে গান গাইছেন পবনদীপ। অরুণিতা-পবনদীপের ( Pawandeep-Arunita ) সাথে এই ট্রিপে অংশ হয়েছেন সায়লি কাম্বলে আর মহম্মদ দানিশও। সায়লিও হলিউডের বিখ্যাত স্পট থেকেও বেশ কিছু ছবি শেয়ার করেছেন। দানিশের রিলসেও দেখা গিয়েছে অরুণিতাকে। অরুণিতা তাঁর আর পবনদীপের একসাথে পারফর্ম করার ছবিও পোস্ট করেছেন। আর ক্যাপশনে সব্বাইকে চমকে দিয়েছেন। ‘জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা’র কয়েককলি ক্যাপশনে দিয়ে লিখেছেন, ‘আমি তো গানের কথা বলছিলাম, আপনারা কী ভাবলেন’
আরও পড়ুন প্রথম ম্যাচ হারেই শাস্তির মুখে সিএসকে, রাজমিস্ত্রির কাজ করতে হল ধোনি-জাড্ডুদের
পবনদীপ-অরুণিতার গানের জগতে রমরমা শুরু ইন্ডিয়ান আইডল থেকেই। শো চলাকালীন এই জুটির কম্বিনেশনে মুগ্ধ শ্রোতারা। দুজনের ( Pawandeep-Arunita ) প্রেমের গল্প চারিদিকে ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। পবনদীপ-অরুণিতা মাতামাতির শেষ নেই। ইউকে, কানাডা, ইজরায়েলে লাইভ শো করেছেন অরুণিতা-পবনদীপ ইতিমধ্যেই। এখন রয়েছেন ইউএসে-তে। আমেরিকায় তাঁদের লাইভ শো-র ভিডিয়ো পোস্ট হয়েছে। নিজেদের গভীর সম্পর্কের জের তো রয়েছেই পাশাপাশি পারফরমেন্সেও বিন্দুমাত্র খামতি নেই এই দুই গায়ক গায়িকার।