নয়া নিয়ম Leh-Ladakh-এ! ৪৮ ঘন্টার অগ্নিপরীক্ষা, পাশ না করলে বাতিল হবে আপনার যাত্রা

প্রত্যুষা সরকার, কলকাতা: পাহাড় পছন্দ করেনা এমন মানুষ ভারতবর্ষের ( India ) মত দেশে খুব কমই আছে। তারপর যদি সেটা হয় লেহ বা লাদাখ ( Leh-Ladakh ) তাহলে তো কোন কথাই নেই। তবে পাহাড়ের একটি সমস্যা। পাহাড়ের যত উচুঁতে ওঠা হয় ততই কমতে থাকে অক্সিজেনের মাত্রা। ধীরে ধীরে কমতে শুরু করে বাতাসের চাপ। যার ফলে পর্বত আরোহীদের মধ্যে শ্বাসকষ্ট, মাথা ঘোরা,বমি বমি ভাব, ক্লান্তি ইত্যাদির মত শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয়।
ভারতের মানচিত্রের একেবারে উপরে অবস্থিত ও কাশ্মীর এবং লাদাখ ( Leh-Ladakh ) দুটি আলাদা নতুন কেন্দ্রশাসিত এলাকা। ভারতের উত্তর দিকে পর্বতে ঘেরা এই সুন্দর রাজ্য এখন পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল। এককথায় লে লাদাখ কে বলা হয় হিমালয়ের স্বপ্নের সর্গ। চারিদিকে নীল রঙের আকাশ, হিমালয়ের শুষ্ক ও শীতল পাথুরে মরুভূমি, দূরে বরফে ঢাকা পর্বতশিখর, সারি সারি লগিন পাহাড়ের ঢেউ আর নীল জলের হ্রদ দেখে যেন মনে হয় শিল্পীর তুলিতে টানা এক ক্যানভাস।
ভ্রমণপ্রিয় বাঙালির কাছে ভ্রমণ তালিকায় সবার আগে থাকে লাদাখের ( Leh-Ladakh ) নাম। তাই লাদাখ যাওয়ার পরিকল্পনা থাকলে তার আগে জেনে নিন কিছু তথ্য। কারণ, পর্যটকদের স্বাস্থ্যের কথা ভেবে লাদাখ জেলা প্রশাসনের তরফ থেকে চালু করা হয়েছে কিছু নতুন নিয়ম। লাদাখ ভ্রমণ এর আগে চলতে হবে তাদেরই তৈরি করা কিছু নিয়মের মধ্যে দিয়ে।
এবার লাদাখ ভ্রমণ এর জন্য আপনার নির্ধারিত দিনের থেকেই লাগতে পারে দুদিন বেশি। সাম্প্রতিক একটি নির্দেশিকা জারি করা হয়েছে তেমনি তথ্য ( information )। লেহ-লাদাখ ( Leh-Ladakh ) ভ্রমণকারীদের ভ্রমণের আগে উত্তীর্ণ হতে হবে ৪৮ ঘণ্টার একটি পরীক্ষায়। রুক্ষ ও শীতল এই এলাকায় পর্যটকরা কতটা মানিয়ে নিতে পারছে, তাদের শারীরিক অবস্থা কেমন থাকছে এই সমস্ত বিষয়ে জানার জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।
জানা গেছে, এই নির্দেশিকার মূল কারণ হলো, পর্যটকরা যাতে যেকোনো ধরনের অ্যাকুয়েট মাউন্টেন সিকনেসকে ( Acute Mountain Sickness ) প্রতিরোধ করতে সক্ষম হয়। একটি তথ্য অনুসারে, সম্প্রতি লাদাখে পর্যটকদের মধ্যে অ্যাকুয়েট মাউন্টেন সিকনেসের প্রবণতা অনেক বেড়ে গেছে। কয়েকদিন আগে লাদাখে ( Leh-Ladakh ) সফরকারী কয়েক জন ব্যক্তি অসুস্থ হয়ে পরাই সেখানের বেশ কয়েক জন স্থানীয় তাদেরকে হাসপাতালে নিয়ে নিয়ে চিকিৎসা করায়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ মিটার উচ্চতায় অবস্থিত আসলে অসুস্থদের জন্য একেবারেই উপযুক্ত জায়গা নয়। বিশেষ করে যারা বিমানে ভ্রমণ করেন।
লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (LAHDC) চেয়ারম্যান কাম চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর তাশি গ্যালসন দ্বারা একটি বৈঠকের ডাক দিয়েছিলেন যেখানে পর্যটন শিল্পের কর্মকর্তা এবং স্টেকহোল্ডাররা অন্তর্ভুক্ত ছিলেন। সেই বৈঠকে পর্যটকদের কথা মাথায় রেখে মেডিকেল জরুরী পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্বাস্থ্য সুবিধাগুলিকে আপগ্রেড করার প্রয়োজনীয়তা নিয়ে আলচনা করা হয়েছে।