ইয়া বড় হাঁড়িতে খুন্তি নাড়ছেন লালু, জেলযাত্রার ফাঁড়া কাটতেই রাহুলের জন্য রাঁধলেন চম্পারন মটন

মোদী পদবি নিয়ে মানহানি মামলায় সাংসদ পদ আগেই খুইয়েছেন রাহুল। সামনে ঝুলছিল দুই বছরের কারাদণ্ডের সাজা।

ইয়া বড় হাঁড়ি। সামনে দাঁড়িয়ে খুন্তি নাড়ছেন বিহারের দোর্দন্ডপ্রতাপ নেতা লালু প্রসাদ যাদব। সারা বাড়ি মাংসের গন্ধে ম ম করছে। মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধী। তারপরই দেখা করতে যান লালুর সঙ্গে। এই জয় উ্দযাপন করতেই নিজে হাতে ‘চম্পারন মটন’ রেঁধে রাহুলকে খাওয়ালেন লালু।

মোদী পদবি নিয়ে মানহানি মামলায় সাংসদ পদ আগেই খুইয়েছেন রাহুল। সামনে ঝুলছিল দুই বছরের কারাদণ্ডের সাজা। শুক্রবার সেই সাজার উপরেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এটাকে বড় জয় হিসেবেই দেখছে কংগ্রেস এবং ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। তাই মাংস সহযোগে জয় উদযাপন।

Rahul Gandhi,Lalu Prasad Yadav,Supreme Court,Delhi,Champaran Mutton

সুপ্রিম কোর্টের ঘোষণার পর শুক্রবার রাতের লালুর বাড়িতে যান রাহুল। দিল্লিতে লালুর কন্যা মিশার বাসভবন। সেখানেই বর্ষীয়াণ নেতার সঙ্গে দেখা করেন সোনিয়া পুত্র। রাহুলকে দেখেই বুকে জড়িয়ে ধরেন লালু প্রসাদ। ফুলের তোড়াও উপহার দেন। আতিথেয়তায় কোনও খামতি যে না থাকে সেদিকে ছিল কড়া নজর। নিজে হাতে রাহুলের জন্য মটন রান্না করেন তিনি।

খেতে বসে খোশগল্পে মেতে ওঠেন দুই রাজনৈতিক নেতা। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। খুব শীগগিরই ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক বসবে। তাই নিয়েও দুই নেতার মধ্যে কথা হয় বলে জানা গেছে। পাশাপাশি বিহারের বিখ্যাত ‘চম্পারন মটন’ কীভাবে রান্না করতে হয়, কী কী মশলাপাতি লাগে, সে সবও নাকি রাহুলকে শিখিয়ে দিয়েছেন লালু।

রাহুল এবং লালুর সম্পর্কটা অম্ল মধুর। একসময় ঘোর কংগ্রেস বিরোধী লালু প্রসাদ এখন কংগ্রেসের সঙ্গেই জোট বেঁধেছেন। ২০২৪-এর লোকসভা ভোটই পাখির চোখ। ইউপিএ ভেঙে বিজেপি বিরোধী দলগুলি তৈরি করেছে নতুন জোট ‘ইন্ডিয়া’। এই জোট কতটা সাফল্য পাবে, সেটা সময়ই বলবে। কিন্তু জোটের নেতাদের মধ্যে যে ধীরে ধীরে কেমিস্ট্রি তৈরি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। রাহুলকে নিজে হাতে মাংস রেঁধে খাওয়ানো তার অন্যতম উদাহরণ বইকি।




Leave a Reply

Back to top button