বিমানবন্দরের ধাঁচে সাজিয়ে তোলা হবে রেল স্টেশন! কোটি কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

কোটি কোটি টাকা খরচে বদলে যেতে চলেছে পূর্ব রেলের একাধিক স্টেশন

বিরাট ঘোষণা করল মোদী সরকার। পূর্ব রেলের অন্তর্গত একাধিক স্টেশনকে ঢেলে সাজানোর নির্দেশ দিল কেন্দ্র। স্টেশনগুলির পরিচ্ছন্নতা তা সৌন্দর্যায়নের দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। আর সেই উদ্দেশ্যকে সফল করতে এবার প্রচুর বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্ব রেলের রেলওয়ে স্টেশনগুলি বিমানবন্দরের মতো সাজানো গোছানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এ কাজে অগ্রসর হয়েছে রেল কর্তৃপক্ষ।

Indian Railway

সূত্রের খবর, আপাতত রাজ্যের ২৮ টি স্টেশনকে
আধুনিকভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের একগুচ্ছ স্টেশন। এই স্টেশনগুলির সৌন্দর্যায়নে অগ্রসর হয়েছে কেন্দ্র। রেলের এই তালিকায় রয়েছে শিয়ালদা ডিভিশনের চাঁদপাড়া, বহরমপুর, শান্তিপুর, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বেথুয়াডহরি স্টেশন। আবার, হাওড়া ডিভিশনের অন্তর্গত বর্ধমান, তারকেশ্বর, শেওড়াফুলি, কাটোয়া,আজিমগঞ্জ, বোলপুর, নবদ্বীপ, কালনা, অম্বিকা স্টেশনকেও নতুন করে সাজিয়ে তোলা হবে। হাওড়া ও শিয়ালদা ডিভিশনের বাইরে আসানসোল ও মালদা ডিভিশনে মোট বারোটি স্টেশনকে আমূল বদলানো হবে বলেও খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এ কাজে এগিয়েছে রেলমন্ত্রক।

Indian Railway

কেবল পশ্চিমবঙ্গের স্টেশনগুলিই নয়, বরং বিহার ও ঝাড়খন্ডের একাধিক স্টেশনকে সাজিয়ে তোলার জন্য বরাদ্দ দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, রবিবার এই প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অমৃতভারত স্টেশন প্রকল্প’। এই প্রকল্পের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৫৮ কোটি টাকা। অতি দ্রুত এই প্রকল্পের হাত ধরে রেল স্টেশন গুলিকে ঝাঁ চকচকে করে তোলার পথে এগোচ্ছে কেন্দ্র। প্রসঙ্গত, এর আগে জেনারেল কামরার যাত্রীদের জন্য রেলের তরফে যে স্বল্পমূল্যের মিলের ব্যবস্থা করা হয়েছে, তা প্রশংসা পেয়েছে। তার মধ্যেই ফের রেল স্টেশনগুলির সৌন্দর্যায়নে নয়া ভাবনা আনল কেন্দ্র।




Leave a Reply

Back to top button