সাংসদ ভবনে বিতর্কিত ‘উড়ন্ত চুম্বন’ রাহুল গান্ধীর! এই ফ্লাইং কিসের প্রকৃত অর্থ জানেন কী?
'ফ্লাইং কিস' জানলেও এই তথ্যগুলি জানেন না ৯০ শতাংশ মানুষ

পূর্বাশা, হুগলিঃ দেশ জুড়ে ‘ফ্লাইং কিস’ নিয়ে এখন জোর বিতর্কের বাতাবরণ। সাংসদ ভবনে অশোভন আচরণের অভিযোগ উঠছে প্রাক্তন কংগ্রেস রাহুল গান্ধীর বিরুদ্ধে। বিজেপির মহিলা সাংসদদের বক্তব্য, রাহুল গান্ধী ফ্লাইং কিস দিয়েছেন। ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল। কিন্তু আদৌ কী ফ্লাইং কিস দিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি? প্রশ্ন উঠছে সেখানেও।
এত কিছু বিতর্কের মাঝে ‘ফ্লাইং কিস’ যখন বর্তমানে সোশ্যালে ট্রেন্ডিং তখন একনজরে দেখে নেওয়া যাক তার অতীত, ইতিহাস। গবেষণা বলছে, ‘চুমু’ সংস্কৃতি শুরু হয়েছিল প্রাচীন মধ্যপ্রাচ্য ও ভারতবর্ষে। আবার অন্য একটি গবেষনা বলছে এই সংস্কৃতির আরম্ভ মেসোপটেমিয়াতে। সাধারণত ভালোবাসা বোঝানোর জন্য ‘ফ্লাইং কিস’ ব্যবহার করা হয়। তবে ত্বক স্পর্শ না করে দূর থেকে। ভালো কোনো কথা, পারফর্মেন্স ইত্যাদির প্রতিক্রিয়া হিসেবে ‘ফ্লাইং কিস’ দিতে পারেন মানুষ।
এই ‘উড়ন্ত চুম্বন’ কেবল ফ্লাইং কিস নামেই পরিচিত নয়। একে ‘ব্লোন কিস’-ও বলা হয়। প্রেমের ক্ষেত্রে এই কিসের যেমন ভুমিকা রয়েছে তেমনই নিজেদের পছন্দের মানুষ, পরিবারের মা, বাবা, ভাই, বোন, বন্ধু, বান্ধব কিংবা কোনও ছোট শিশুকে ভালোবাসা বা আদর জানাতে ফ্লাইং কিস ব্যবহার করা হয়। তাহলে বুঝে গেলেন তো ‘ফ্লাইং কিস’ কাকে বলে? এবার বুঝে শুনে জায়গা বিশেষে এটির ব্যবহার করুন নয়তো আপনাকে নিয়ে বিতর্ক শুরু হতে দেরি হবে না!