এক কিমি যেতে খরচ মাত্র ৭ পয়সা, সস্তার ইলেকট্রিক সাইকেল নিয়ে এল টাটা

ইলেকট্রিক ভেহিক্যালই ভবিষ্যৎ। পেট্রোল-ডিজেলের পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হবে না। পরিবেশও বাঁচবে।

ইলেকট্রিক ভেহিক্যালই ভবিষ্যৎ। পেট্রোল-ডিজেলের পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হবে না। পরিবেশও বাঁচবে। এমনই বলছেন বিশেষজ্ঞরা। অনেকেই তাই কাছাকাছি দূরত্বের জন্য সাইকেল ব্যবহার করছেন। প্যাডেলে গতি পাচ্ছে দুনিয়া।

এর মধ্যেই নতুন ইলেকট্রিক সাইকেল বাজার আনল টাটা। নাম ‘টাটা স্ট্রাইডার ম্যাক্স’। একবার ফুল চার্জে চলবে ৩৫ কিলোমিটার। এক কিমি যেতে খরচ মাত্র ৭ পয়সা। এর আগে স্ট্রাইডার জিটা প্লাস সাইকেল বাজারে এনেছিল টাটা। ১ কিমি যেতে খরচ হত ১০ পয়সা। এবার তার থেকেও কম দামে সাইকেল এনে চমকে দিল রতন টাটার সংস্থা।

প্রসঙ্গত, স্ট্রাইডার টাটা গ্রুপের অধীনস্থ একটি সংস্থা। এরা বিভিন্ন ধরণের হাইব্রিড এবং ইলেকট্রিক সাইকেল তৈরি করে। নানা বয়সের জন্য একাধিক মডেলের টু হুইলার বাজারে এনেছে তারা। দামও সাধ্যের মধ্যে।

TATA,Stryder,TATA Stryder Max,Electric Cycle

টেকসই স্টিল দিয়ে তৈরি টাটা স্ট্রাইডার ম্যাক্স ইলেকট্রিক সাইকেল। পুরো কাঠামোটাই স্টিলের। কেতাদুরস্ত দেখতে। নন- রিমুভাল ব্যাটারি রয়েছে। সর্বোচ্চ 270 wh পর্যন্ত শক্তি উত্পাদন করতে সক্ষম। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। প্যাডেল ছাড়া সাইকেলের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। একবার চার্জ দিলে আরামসে ৩৫ কিমি চলবে।

সাইকেলের চাকায় লাগানো হয়েছে ডিক্স ব্রেক। দুটি চাকাতেই। উঁচু নিচু রাস্তায় চালানোর জন্য রয়েছে সাসপেনশন। ফিচার্সও নজরকাড়া। ব্যাটারি লেভেল, ওডোমিটার এবং প্যাডেল অ্যাসিস্টের ৫টি লেভেল চোখের সামনে দেখার জন্য এতে লাগানো হয়েছে ইউজার ফ্রেন্ডলি এলসিডি ডিসপ্লে।

এবার আসা যাক দামে। টাটা স্ট্রাইডার ম্যাক্স সাইকেলের দাম ৩৫,৯৯৫ টাকা। তবে বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট চলছে। ফলে তা পাওয়া যাচ্ছে ২৯,৯৯৫ টাকায়। আপাতত দুরকম রঙে পাওয়া যাচ্ছে এই সাইকেল। ম্যাট গ্রে এবং ম্যাট ব্লু।

স্ট্রাইডারের বিজনেস হেড রাহুল গুপ্তা বললেন, ‘সাইক্লিং দুনিয়ায় সুনামের সঙ্গে ব্যবসা করছে স্ট্রাইডার। দেশে বিকল্প শক্তির ব্যবহারকে উৎসাহিত করার চেষ্টা হচ্ছে। ইলেকট্রিক সাইকেল সেই চেষ্টারই অংশ’। প্রসঙ্গত, স্ট্রাইডারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই সাইকেল কেনা যাবে।




Leave a Reply

Back to top button