কুলুতে ভয়ঙ্কর ভূমিধ্বস, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ৭ বহুতল, ভয়াবহ ভিডিও ভাইরাল
কোটি কোটি টাকার সম্পত্তি চোখের সামনে মুহূর্তে ধুলিস্যাৎ।

হিমাচলের কুলুতে ভয়ঙ্কর ভূমিধ্বস। তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল। ভেঙে গুঁড়িয়ে গেল কমপক্ষে ৭টি বাড়ি। কোটি কোটি টাকার সম্পত্তি চোখের সামনে মুহূর্তে ধুলিস্যাৎ। বৃহস্পতিবার সকালে বিপর্যয়ের এই ভিডিও সামনে এসেছে। দুর্যোগের ভয়াবহতা দেখে চমকে উঠছেন সকলেই। প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই বাড়িগুলি খালি করিয়েছিল প্রশাসন।
ভারী বৃষ্টির কারণে বিপর্যয়ের মুখে পড়েছে হিমাচল। গত ৩৬ ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টি চলছে। বিপর্যস্ত জনজীবন। রাজ্যের একাধিক এলাকায় মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান এবং ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। এদিন সকালে আকাশ কিছুটা পরিস্কার থাকলেও, বৃষ্টির কারণে ধ্বস নামে কুলুতে। পাহাড়ের গায়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বাড়ি, হোটেল ভেঙে পড়ে।
জানা গেছে, কুলুর আনি মহকুমার বাসস্ট্যান্ডের কাছের ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়ল মাটি পাথর। সঙ্গে সঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল বাড়িঘর। যেন মাটি বসে যাচ্ছে, উপড়ে যাচ্ছে গাছপালা। চারদিক ঢেকে গেল ধোঁয়ায়।
স্থানীয় সূত্রে খবর, কমপক্ষে ৭ থেকে ৯টি বাড়ি ভেঙে পড়েছে। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধ্বসের খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছেছে এসডিআরএফ। চলছে উদ্ধারকাজ। খবর দেওয়া হয়েছে এনডিআরএফ-কেও। ধ্বসের জেরে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
অন্যদিকে কুলু-মান্ডি হাই ওয়েতেও ধ্বস নেমেছে। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। কুলুর পুলিশ আধিকারিক সাক্ষী ভর্মা জানিয়েছেন, কুলু ও মান্ডির সংযোগকারী রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পান্ডোহ দিয়ে একটি বিকল্প রাস্তা ছিল। কিন্তু ধ্বসের জেরে সেটাো বসে গেছে। ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।