আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, এসেই সবার প্রথমে যাবেন ইসরোর সদর দপ্তরে
চন্দ্রযান- ৩য়ের সাফল্য বিশ্বকে নতুন পথ দেখিয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে ভারত। আজ দেশে ফিরে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুভঙ্কর, নয়া দিল্লি: বর্তমানে বিদেশ সফরে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালেই তিনি একদিনের সংক্ষিপ্ত সফরে পৌঁছেছেন গ্রিসে। এর আগে তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকায়। সেই দেশের সফর চলাকালীনই গত বুধবার ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩, চাঁদের মাটি স্পর্শ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ভারত একমাত্র দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পেরেছে। দক্ষিণ আফ্রিকা থাকাকালীন তিনি সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করার সাক্ষী থেকেছেন। ভারতীয় বিজ্ঞানীদের সঙ্গে ফোন মারফত কথাও বলেছেন। মহাকাশযানের সফল অবতরণের পর ভাষণ দেন প্রধানমন্ত্রী। তখনই তিনি জানিয়েছিলেন দেশে ফিরেই সবার প্রথমে তিনি দেখা করবেন বিজ্ঞানীদের সঙ্গে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই তিনি দেশে ফিরে এসে, ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করবেন।
ব্রিকস সামিটে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় উড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে বুধবারই ভারতের মহাকাশযানের চাঁদের মাটিতে স্পর্শ করার দিনক্ষণ ঠিক করা ছিল। চন্দ্রযান ২- য়ের সময় ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে বসেই ‘ল্যান্ডিং’ প্রক্রিয়া দেখেছিলেন প্রধানমন্ত্রী। দুর্ভাগ্যবশত সেই অভিযান ব্যর্থ হয় ভারতের। সারাদেশ দেখেছিল প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে তৎকালীন প্রজেক্ট ডিরেক্টরের কান্না। তবে এইবার প্রধানমন্ত্রী স্ব-শরীরে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে উপস্থিত থাকতে পারেননি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন। চন্দ্রযান-৩ সফল অবতরণের পর তিনি ভাষণ দেন। সেখানে বলেন, “ ভারত চাঁদের মাটিতে পৌঁছে গেল। এখন নতুন ভারতের সূচনা। আমরা পৃথিবীর মাটিতে সংকল্প নিয়েছিলাম আর চাঁদে তা পূরণ করলাম”।
তখনই প্রতিশ্রুতি দিয়ে জানান, দেশে ফিরে সবার প্রথম এই অভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় সূত্র মারফত খবর, দক্ষিণ আফ্রিকা থেকে গ্রিস হয়ে আজ শুক্রবার দেশে ফিরবেন নরেন্দ্র মোদি। সেখান থেকেই সরাসরি যাবেন ইসরোর সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরুতে। এদিকে চাঁদের মাটিতে ভারতের সফল অভিযানের পর দেশ জুড়ে খুশির হাওয়া। প্রত্যেক ভারতবাসী গর্ববোধ করছেন এই অভিযানের জন্য। এবার দেখার ইসরো সদর দপ্তরে পৌঁছে গিয়ে বিজ্ঞানীদের কি বার্তা দেন প্রধানমন্ত্রী।