বেঙ্গালুরুর রাস্তায় ইসরোর বিজ্ঞানীকে হেনস্থা! ভাইরাল ভিডিও, ক্ষুব্ধ নেটিজেনরা

একদিকে যখন গোটা দেশ ইসরোকে কুর্নিশ জানাচ্ছে, তখন সেই সংস্থার এক বিজ্ঞানীর এহেন হেনস্থা মেনে নিতে পারছেন না নেটিজেনরা।

চাঁদের মাটিতে পা রেখেছে ভারতের চন্দ্রযান ৩। গোটা বিশ্ব ধন্য ধন্য করছে ইসরোর। প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। এর মধ্যেই সামনে এল ভিন্ন চিত্র। প্রকাশ্য রাস্তায় হেনস্থার শিকার হলেন ইসরোর এক বিজ্ঞানী। কর্ণাটকের বেঙ্গালুরুর ঘটনা।

বেঙ্গালুরুর নবনির্মিত আন্ডারপাস দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন ইসরোর বিজ্ঞানী আশিস লাম্বা। সেই সময় তাঁর উপর হামলা চালায় এক স্কুটি চালক। ঘটনার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আশিস। গাড়ির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরাতেই ধরা পড়েছে ঘটনার মুহূর্ত।

সোশ্যাল মিডিয়ায় ঘটনার ছবি ও ভিডিও পোস্ট করে ইসরোর বিজ্ঞানী লেখেন, ‘ইসরো অফিসে যাওয়ার জন্য প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। এইচএএল আন্ডারপাসে আচমকাই গাড়ির সামনে চলে আসে এক স্কুটিচালক। ব্রেক না কষলে স্কুটির সঙ্গে জোর ধাক্কা লাগত। কিন্তু স্কুটি চালক উল্টে আমার উপরেই চোটপাট শুরু করে। অকথ্য গালিগালাজ করে’।

Bengaluru,ISRO Scientist,Harassed,Karnataka

স্কুটি চালক তাঁর গাড়ির চাকায় লাথি মারেন বলেও অভিযোগ করেছেন ইসরো বিজ্ঞানী। এমনকী স্কুটি চালকের মাথায় কোনও হেলমেট ছিল না বলেও জানিয়েছেন তিনি। আশিসের কথায়, ‘আমি ব্রেক না কষলে প্রাণহানির সম্ভাবনা ছিল’। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এরপরই আসরে নামে বেঙ্গালুরু পুলিশ। আশিস লাম্বার সঙ্গে যোগাযোগ করে তারা। গোটা ঘটনা নথিভুক্ত করে অভিযুক্তকে শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ। জানা গেছে, ঘটনার সময় ওই স্কুটি চালক মত্ত অবস্থায় ছিলেন।

ইসরোর বিজ্ঞানীকে হেনস্থার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে যখন গোটা দেশ ইসরোকে কুর্নিশ জানাচ্ছে, তখন সেই সংস্থার এক বিজ্ঞানীর এহেন হেনস্থা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। পুলিশকে ট্যাগ করে অভিযুক্ত স্কুটি চালকের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন তাঁরা। অভিযুক্তর কড়া শাস্তির দাবি তোলা হয়েছে।




Leave a Reply

Back to top button