‘দীপাবলির পর বোমা ফাটাবো’, নবাব মালিক প্রসঙ্গে বিস্ফোরক দেবেন্দ্র ফড়নবীশ

মহারাষ্ট্রের রাজনীতিতে ড্রাগজনিত মামলা প্রভাব বিস্তার করে চলেছে অনবরত। এই ড্রাগজনিত মামলা ঘিরে বাড়ছে বিজেপি-এনসিপি (BJP-NCP) তরজা। এবার যেন সেই বিতর্ক উস্কে দিলেন মহারাষ্ট্রের সংখ্যালঘু মন্ত্রী নবাব মালিক ও বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnabis)। নবাব মালিক (Nawab Malik) একটি ছবি পোস্ট করেন, যা নিয়েই মূল বিতর্কের সূত্রপাত ঘটে।

নবাব মালিকের টুইট করা ছবিটিতে দেখা যায় দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশের সাথে এক মাদক ব্যবসায়ীকে। যা নিয়ে দানা বাঁধে তর্ক-বিতর্ক। এই ছবি পোস্ট করার কয়েক ঘন্টা পরেই দেবেন্দ্র ফড়নবিশের তরফ থেকে ধেয়ে আসে প্রত্যুত্তর। নবাব মালিকের দাবিগুলিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘ছবিটি একটি গানের ভিডিও স্যুট করার সময় তোলা হয়েছিল।’

নবাব মালিকের এই টুইটকে ‘ফুসকা ফাটকা’ বলেন দেবেন্দ্র ফড়নবিশ। এর পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি একটি বোমা ফাটানোর জন্য দীপাবলি শেষ হ‌ওয়ার অপেক্ষা করছি।” নবাব মালিকের সঙ্গে আন্ডার‌ওয়ার্ল্ডের যোগসূত্র প্রকাশ করবেন বলে তিনি জানান। তিনি এও বলেন যে, “যাবতীয় প্রমাণ শরদ পাওয়ারজিকেও পাঠাব।”

অন্যদিকে নবাব মালিক টুইট করে বলেন, “আসুন বিজেপি ও মাদক ব্যবসায়ীর মধ্যে যোগসূত্র নিয়ে আলোচনা করি। এরপরেই তিনি অমৃতা ফড়নবিশের ছবিটি টুইট করেন। অন্য একটি টুইটে মন্ত্রী বলেন, ওই মাদক ব্যবসায়ী হলেন জয়দীপ রানা। যদিও ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী, তা শুধুমাত্র প্রচলিত। বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ এর পরিপ্রেক্ষিতে বলেন যে, তিনি কাঁচের ঘরে থাকেন না।

প্রসঙ্গত, ক্রুজ পার্টি থেকে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করার পরেই একের পর এক ছবি টুইট করেন নবাব মালিক। যেখানে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি) থেকে শুরু করে বিজেপির একাধিক নেতার সঙ্গে মাদক পাচারকারীদের যোগসূত্র উল্লেখ করেন মহারাষ্ট্রের সংখ্যালঘু মন্ত্রী। এবার বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশকে ‘মাদক ব্যবসার মাস্টারমাইন্ড’ বলায় বিজেপি-এনসিপি দ্বন্দ্ব আরোও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।




Back to top button