জি২০ সামিটের দু’দিন আগেই ভারতে আসছেন বাইডেন, বৈঠক করবেন মোদীর সঙ্গে

৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জি২০ সম্মেলন। তার দুদিন আগেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ ৭ সেপ্টেম্বর দেশে পা রাখবেন তিনি।

৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জি২০ সম্মেলন। তার দুদিন আগেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ ৭ সেপ্টেম্বর দেশে পা রাখবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। প্রসঙ্গত, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটাই বাইডেনের প্রথম ভারত সফর।

এবার জি২০-র সভাপতিত্ব করছে ভারত। ৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে বসছে মূল সম্মেলন। উপস্থিত থাকবেন একাধিক দেশের রাষ্ট্রনেতারা। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন আসছেন না। মোদীকে ফোন করে এ কথা জানিয়েছেন তিনি। আসছেন না চিনের প্রেসিডেন্ট শি জিংপিং-ও। এই পরিস্থিতি সম্মেলনের দুদিন আগেই ভারত সফরে আসার ঘোষণা করলেন আমেরিকার রাষ্ট্রপতি।

G20 Summit,Jo Biden,Narendra Modi,India-US Relation

হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন জো বাইডেন। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এরপর শনি ও রবিবার জি২০ সম্মেলনে যোগ দেবেন বাইডেন। একাধিক ইস্যু নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রনেতারা।

মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে আলোচনা হতে পারে বলে হোয়াইট হাউস সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছে। গত জুনে মার্কিন কংগ্রেসের আমন্ত্রণে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদী। তাঁকে স্বাগত জানাতে হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন সস্ত্রীক বাইডেন। মোদীও বাইডেনের ৮০ তম জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান, দেন উপহারও।




Leave a Reply

Back to top button