তাঁর কন্ঠেই চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণের বিবরণ শুনেছিল বিশ্ব, হৃদরোগে প্রয়াত ইসরোর সেই বিজ্ঞানী

‘৩,২,১…সফল উৎক্ষেপণ চন্দ্রযান ৩-এর’। তাঁর কন্ঠেই শুনেছিল গোটা বিশ্ব। প্রয়াত হলেন সেই ঘোষিকা তথা ইসরো বিজ্ঞানী এন বলরমাথি।

‘৩,২,১…সফল উৎক্ষেপণ চন্দ্রযান ৩-এর’। তাঁর কন্ঠেই শুনেছিল গোটা বিশ্ব। প্রয়াত হলেন সেই ঘোষিকা তথা ইসরো বিজ্ঞানী এন বলরমাথি। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৪ বছর। ১৪ জুলাই চন্দ্রযান ৩-এর লঞ্চের সময় শ্রী হরিকোটার কমান্ড সেন্টার থেকে কাউন্টডাউন করেছিলেন তিনি।

শুধু চন্দ্রযান ৩ নয়। ইসরোর বিভিন্ন স্যাটেলাইট বা রকেট লঞ্চের ফাইনাল কাউন্টডাউন করতেন এন বলরমাথি। কোটি কোটি মানুষ সেই লঞ্চ দেখেছেন, আর শুনেছেন তাঁর কণ্ঠস্বর। তবে ভবিষ্যতে ইসরোর আর কোনও মিশন লঞ্চেই শোনা যাবে না তাঁর কন্ঠস্বর। আমজনতার মনে গেঁথে থাকবে তাঁর ফাইলান কাউন্টডাউন।

ISRO,Chandrayaan 3,Scientist,Voice,N Valarmathi,Passed Away

এন বলরমাথির মৃত্যুতে শোকস্তব্ধ ইসরো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রাক্তন ডিরেক্টর পিভি বেঙ্কটাকৃষ্ণন টুইটারে লিখেছেন, ‘শ্রীহরিকোটায় ইসরোর পরবর্তী মিশনগুলির কাউন্টডাউন যখন চলবে, সেই সময় বলরমাথি ম্যাডামের কণ্ঠ আর শোনা যাবে না। খুবই দুঃখিত। প্রণাম’।

১৯৫৯ সালের ৩১ জুলাই তামিলনাড়ুর আরিয়ালুর গ্রামে জন্মগ্রহণ করেন এন বলরমাথি। ইসরোতে যোগ দেন ১৯৮৪ সালে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম র‍্যাডার ইমেজিং স্যাটেলাইট ২০১২ সালে সফলভাবে উপগ্রহে প্রতিষ্ঠিত হয়। এই মিশনের ডিরেক্টর ছিলেন বলরমাথি। পাশাপাশি ইসরোর একাধিক অভিযানের ধারাভাষ্যও দিতেন।

২০১৫ সালে তামিলনাড়ু সরকার বলরমাথিকে আবদুল কালাম পুরস্কারে ভূষিত করেছিল। রিস ছাড়াও ইনস্যাট ২এ, আইআরএস আইসি, আইআরএস আইডি, টিইএস সহ একাধিক প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।  আজ ভারত এক বিজ্ঞানীকে হারাল।




Leave a Reply

Back to top button