বাহাত্তর বছর বয়সে এগারোটি ভারী যানবাহন চালানোর লাইসেন্স! অবিশ্বাস্য নজির গড়লেন কেরালার বৃদ্ধা

কে বলে ঠাকুমা তোমার..." ৭২ বছরে একাধিক ভারী যানবাহন চালান কেরালার ঠাকুমা রাধামণি

পূর্বাশা, হুগলি: বয়স্ক হাড়ে অসীম ভেল্কি! বাহাত্তর বছরেও দাপিয়ে বেড়াচ্ছেন কেরালার রাধামণি আম্মা। ভারী রোড রোলার, JCB, এক্সকাভেটর, চালাচ্ছেন নিয়মিত। বর্তমানে তাঁর ঝুলিতে রয়েছে এগারোটি ভারী যানবাহন চালানোর লাইসেন্স। এখানেই শেষ নয়। শীঘ্রই টাওয়ার ক্রেন চালানোর উদ্যোগ নিচ্ছেন তিনি।

India,Kerala,Viral news,Kerala news,Old lady

ড্রাইভিংয়ে হাতেখড়ি হওয়ার পর থেকেই তাতে আগ্রহ বাড়ে বৃদ্ধা রাধামণির। ১৯৭৮ সালে স্বামীর ড্রাইভিং স্কুলের সঙ্গেই গাড়ি চালনায় হাতেখড়ি হয় তাঁর। ক্রমে এই কাজ হয়ে ওঠে তাঁর নেশা। একের পর এক ভারী যান চালাতে শেখা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা রাধামণির ঝুলিতে একগুচ্ছ কৃতিত্বের নজির।

India,Kerala,Viral news,Kerala news,Old lady

তিনি স্বীকার করেছেন, এমন এক সময়ে তিনি ড্রাইভিং শেখেন যখন অনেক মহিলারাই এ পেশা কল্পনা করতে পারত না। স্বামীর মৃত্যুর পর তাঁর সাধের ড্রাইভিং স্কুল দক্ষতার সঙ্গে চালিয়েছেন রাধামণি। কাজকে পেশা বানিয়ে করেছেন অর্থ উপার্জন। বর্তমানে তিনি দেশের একমাত্র মহিলা যাঁর বাহাত্তর বছর বয়সে এগারো ধরণের গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে।




Leave a Reply

Back to top button