এই ব্যবসাগুলোতে অল্প পুজিতে বড় লাভ, মহিলাদের লক্ষাধিক টাকা কামানোর হাতছানি

একার হাতে সবকিছু সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকে বেসরকারি সংস্থার কাজের পাশাপাশি এক্সটা আরও কাজ করতে চান দু’পয়সা বেশি ইনকামের জন্য। আগের থেকে মানুষের ধ্যান-ধারণা এখন অনেক এগিয়ে গিয়েছে। বাড়ির মেয়েরাও সংসারের হাল ধরতে অনেকেই ছোটখাটো ব্যবসা করেন। ভাবছেন কি ব্যবসা করবেন? ব্যবসার হালও তো বেশ খারাপ।

শুভঙ্কর, কলকাতা: বর্তমান সময়ে সব জিনিসের চড়া হারে মূল্যবৃত্তিতে বেশ চাপেই রয়েছে মধ্যবিত্ত বাঙালি। আগের তুলনায় মাসের খরচ প্রতিটি সংসারে বহু গুণ বৃদ্ধি পেয়েছে। একার হাতে সবকিছু সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকে বেসরকারি সংস্থার কাজের পাশাপাশি এক্সটা আরও কাজ করতে চান দু’পয়সা বেশি ইনকামের জন্য। আগের থেকে মানুষের ধ্যান-ধারণা এখন অনেক এগিয়ে গিয়েছে। বাড়ির মেয়েরাও সংসারের হাল ধরতে অনেকেই ছোটখাটো ব্যবসা করেন। ভাবছেন কি ব্যবসা করবেন? ব্যবসার হালও তো বেশ খারাপ। কিংবা অত পুঁজি কাছে নেই। তবে এই প্রতিবেদনে তিনটি এমন ব্যবসার কথা তুলে ধরা হলো যা ঘরে বসে অল্প পুজিতে করা সম্ভব। এমনকি বাড়ির মহিলারাও চাইলে এই ব্যবসায় নিজেদের যুক্ত করতে পারেন।

উপহার বাকেট তৈরির ব্যবসা। এইরকম হয়তো অনেক দেখেছেন আপনি নিজেও। কিংবা কারোর বাড়িতে অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য এই ধরনের জিনিস নিজেও ব্যবহার করেছেন। বর্তমানে জন্মদিন বিবাহবার্ষিকী এই ধরনের অনুষ্ঠানগুলোতে প্রত্যেককেই এমন উপহার দিতে চান যা বেশ ভরা ভরা লাগবে। সকলের নজর কাড়বে। সেই জন্য উপহার বাকেটের প্রয়োজন অনেকাংশেই বেড়ে গেছে। তাই আপনি যদি বাকেট তৈরি করে অনলাইন বা ফোনের মাধ্যমে ব্যবসা শুরু করেন তাহলে অল্প কদিনই লাভবান হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় ব্যবসার আইডিয়াটি বহুল প্রচলিত। তবে একসময় এটা ব্যবসার আকারে ছিল না। বাড়িতেই মা-কাকিমারা বানিয়ে নিতেন এই খাদ্য সামগ্রী। বুঝতে পারছেন কিসের কথা বলছি। আচার। কয়েক বছর আগে পর্যন্ত প্রত্যেক বাঙালির বাড়িতে কোনও না কোনও ডিব্বায় আচার দেখতেই পাওয়া যেত। তবে এখন মানুষের সময় কমেছে। আচার বানানোর হিরিকও কমে গেছে। তবে এর চাহিদা কিন্তু আজও রয়েছে। তাই নতুন সিজন অনুযায়ী বিভিন্ন ধরনের আচার বিক্রি করার ব্যবসা শুরু করেন তাহলে মন্দ হয় না। প্রথমে চেনা পরিচিত মধ্যেই রাখুন তারপর দেখবেন কখন যে আরও লোক যুক্ত হয়ে গেছে তা আপনি বুঝতে পারবেন না।

Beauty Parlour Business,Business Idea,Pickle Business,Gift Bucket Business

বিউটি পার্লারের ব্যবসা এখন সবাইকে লাভবান করে দিয়ে যাচ্ছে। মেয়েরা বরাবরই রূপচর্চায় নিজেদেরকে ব্যস্ত রাখে ঠিকই। কিন্তু বর্তমানে বিউটি পার্লারে গিয়ে নিজের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলার বহর বেড়েছে। প্রায় প্রত্যেকেই এখন বছরে কয়েকবার বিউটি পার্লারে যান। সে ক্ষেত্রে আপনার যদি বিউটিশিয়ানের কোর্স করা থাকে তাহলে সত্বর খুলে ফেলুন বাড়িতে পার্লার। আগামী দিনে এই ব্যবসার গ্রাফ নিম্নমুখী তো হবেই না বরং দ্রুত হারে উপরের দিকে উঠবে। যা আপনাকে বেশ লাভবান করে তুলতে পারে।




Leave a Reply

Back to top button