মহিলা ব্যবসায়ীদের ঋণ পেতে সাহায্য করবে মালদহের এক সংগঠন

ঋণ দেওয়া থেকে শুরু করে ঋণ শোধ করা অবধি সমস্ত বিষয়ে মহিলা ব্যবসায়ীরা সাহায্য পাবে।

শুভঙ্কর, মালদহ: ‘কন্যাশ্রী’, ‘যুবশ্রী’, ‘বিধবা ভাতা’ যাই থাকুক না কেন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষীর ভান্ডার’, নারী জাতির কল্যানের জন্য কোনোকিছুই বাদ দেয়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলার মাটি হোক কি ভিন রাজ্যের মাটি, ব্যবসা জিনিসটা করা সহজ নয়। লাগে অত্যন্ত বুদ্ধি, ধৈর্য ও সাহস। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ঋণ। আজকের দিনে ব্যবসার শুধু পুরুষ নয়, যুক্ত নারীও। এমন অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে মালিক একজন মহিলা। এই সমস্ত ব্যবসায়ীদের জন্য ঋণের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছিল রাজ্য সরকার।

বলে রাখা ভালো, মহিলা ব্যবসায়ীদের নিয়ে একটি সংগঠন তৈরি হয়েছে মালদহে। জেলার বিভিন্ন মহিলাদের ব্যবসার উদ্দেশ্যে ঋণের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এই সংগঠনের পক্ষ থেকে। রাজ্য সরকার যে ব্যবসায়ীদের জন্য ঋণ দেয় সেটা কোথা থেকে পাওয়া যাবে বা কিভাবে পাওয়া যাবে, সেই বিষয়ে জানেন না অনেক মহিলা ব্যবসায়ী। এবার সেই বিষয়েও সাহায্য করবে এই মহিলা ব্যবসায়ীদের সংগঠন। এক মহিলা ব্যবসায়ী জানান, “এটার জন্য আমাদের অনেক সুবিধাই হবে। ঋণ কোথা থেকে পাবো বা কিভাবে পাবো সবকিছুর ক্ষেত্রেই আমাদের সুবিধা হবে। এছাড়াও বিভিন্ন সমস্যার সমাধান মিলবে সংগঠন থেকে। এই কিছুদিন হল রাজ্যসভায় নারী সংরক্ষণ বিল পাশ হয়েছে।”

Malda,Women Empowerment,Business,Loan

অন্য এক মহিলা ব্যবসায়ী জানান, “মহিলা ব্যবসায়ীদের জন্য সংগঠন হওয়ার জন্য অনেকের সুবিধাই হবে। ঋণ সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান শীঘ্র পাওয়া যাবে। আমরা খুবই উপকৃত হব এটার জন্য।” বাকি মহিলা ব্যবসায়ীদের থেকেও ঠিক একই মত পাওয়া যাচ্ছে। তারা সবাই মনে করছে এই সংগঠন হওয়ার জন্য সমস্ত মহিলা ব্যবসায়ীরা উপকৃত হবে, ঋণ নেওয়া থেকে শুরু করে ঋণ শোধ করা সবকিছুই হবে সোজা। আরও খুশির বিষয়, মহিলা ব্যবসায়ীদের যেকোনো ক্ষেত্রে বা যেকোনো সমস্যায় তাদের পাশে থাকবে বলে জানান মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের কর্তারা।




Leave a Reply

Back to top button