বেজে গেল লোকসভা ভোটের দামাদা কলকাতায় আসছেন জাতীয় নির্বাচন কমিশনের পাঁচ দলের সদস্য
ভোটের প্রস্তুতি সেড়ে রাখার জন্যই আজকে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের দল। এই দলের মধ্যে থাকছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ও ধর্মেন্দ্র শর্মা। তবে ইতিমধ্যেই শহরে চলে এসেছেন ধর্মেন্দ্র শর্মা।

শুভঙ্কর, কলকাতা: লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল। এখন থেকেই তোড়জোর চলছে। লোকসভা ভোটের প্রস্তুতি সেড়ে রাখার জন্যই আজকে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের দল। এই দলের মধ্যে থাকছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ও ধর্মেন্দ্র শর্মা। তবে ইতিমধ্যেই শহরে চলে এসেছেন ধর্মেন্দ্র শর্মা। নীতেশ আসবেন সন্ধ্যাবেলায়। প্রাথমিক প্রস্তুতি খুঁটিয়ে দেখতে তারা আসছেন শহরে।
ডেপুটি কমিশনাররা সোমবার ও মঙ্গলবার দফায় দফায় লোকসভা ভোট নিয়ে বৈঠক করবেন। কলকাতার একটি হোটেলে বৈঠক করবেন। সূত্রের খবর, বৈঠকে আলোচনা করবেন প্রাথমিক প্রস্তুতি নিয়ে। এছাড়াও ভোটার তালিকার সংশোধন নিয়েও কথা বলবেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিকসহ বিভিন্ন পদাধিকারীরা। রাজ্যের সমস্ত থানার ক্রাইম রিপোর্ট নিয়ে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন তারা। আপাতত পুজোর মতো ভোটেরও প্রহর গোনা শুরু। ২০২৪ এর লোকসভা ভোটে কি কি হবে সেসব এখনই ঠিক হয়ে যাবে। তাৎপর্যপূর্ণভাবে আগামী লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হচ্ছে কলকাতা থেকে। মোদি সরকারের বিরুদ্ধে গঠিত হওয়া ইন্ডিয়া জোটের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে এই শহর থেকেই ভোটের প্রস্তুতি শুরু হওয়াকে অন্য নজরে দেখছে রাজনৈতিক মহল।
বর্তমানে ভারতীয় রাজনীতিতে পরিবর্তনের হাওয়া চলছে। মোদি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সব বিরোধী দলগুলো নিজেদের মধ্যে জোট বেঁধেছে। নাম দিয়েছে ‘ইন্ডিয়া’। বিরোধী জোটের অনেকগুলো বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাহুল গান্ধী সোনিয়া গান্ধীদের পাশাপাশি মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই জোটের বিশেষ ভূমিকা নিতে দেখা যাচ্ছে। বিরোধীদল দলগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার বিশেষ কমিটিতে স্থান পেয়েছেন অভিষেক। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তার আগে এক দেশ এক ভোট এবং দেশের নাম বদলের জল্পনা উঠে এসেছে। সেই দিক থেকে এখন সকলের নজর রয়েছে এই বিশেষ অধিবেশনের দিকেই। অন্যদিকে জি-টোয়েন্টি সম্মেলনে প্রথমবার সভাপতিত্ব করলো ভারত আজকেই এই বৈঠক শেষ হয়েছে। এই আবহেই জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা কলকাতায় এসে ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক জাতীয় রাজনীতির তাপমাত্রা চড়িয়ে দিচ্ছে।