গোবর থেকে রং তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন ছত্রিশগড়ের আদিবাসী মহিলারা

গোবর কৃষিকাজে জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এ কথা সকলের জানা। বিভিন্ন জায়গায় এখনো গোবর দিয়ে বাড়ির প্লাস্টার করা হয়। তবে গোবর দিয়ে রং। এ বিষয়ে প্রত্যেকের ধারণার ঊর্ধ্বে ছিল। সেই কাজটাই করে দেখিয়েছে ছত্রিশগড়ের আদিবাসী মহিলারা।

শুভঙ্কর, ছত্রিশগড়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ কতটা সফল বা সেক্ষেত্রে কত বিনিয়োগ করা হচ্ছে তা বিতর্কিত। তবে এ কথা মানতেই হবে ভারত আগের অবস্থা থেকে অনেকটা এগিয়ে এসেছে। দেশের প্রতিটি কোনায় কোনায় মানুষ স্বনির্ভর হচ্ছে। হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে এগিয়ে এসেছেন মহিলারা। ঘরে বসে না থেকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছে যা কিছুদিন ‘ধামাকা’র সৃষ্টি করছে। সম্প্রতি ছত্রিশগড়ের আদিবাসী মহিলা গোষ্ঠী গোবরের সাহায্যে রং তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে।

গোবর কৃষিকাজে জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এ কথা সকলের জানা। বিভিন্ন জায়গায় এখনও গোবর দিয়ে বাড়ির প্লাস্টার করা হয়। তবে গোবর দিয়ে রং! এই বিষয়টিচ প্রত্যেকের ধারণার ঊর্ধ্বে ছিল। সেই কাজটাই করে দেখিয়েছে ছত্রিশগড়ের আদিবাসী মহিলারা। এই রাজ্যের বস্তার এবং কাঙ্কের জেলার স্বনির্ভর গোষ্ঠীর অনেক আদিবাসী মহিলা গোথানের সাথে যুক্ত। এই বিষয়ের সঙ্গে যুক্ত হবার ফলে সেখানেই তারা তৈরি করছে গোবরের রং। পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে এই রাজ্যের সরকারও মহিলাদের উৎসাহ দিচ্ছে। গোথানকে শিল্প পার্ক হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের ফলে কংগ্রেস শাসিত এই রাজ্যের বহু কৃষক ও দরিদ্র পরিবার উন্নতির পথে এগোবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত অন্যান্য মহিলারাও গোবর থেকে হাঁড়ি , ধূপকাঠি, দিয়াস, ভার্মি কম্পোস্ট ইত্যাদি পণ্য তৈরি করছেন তারাও উৎসাহ পাবেন বলে আশা করা যাচ্ছে। গোবরের সাহায্যে তৈরি এই রং স্বাভাবিকভাবেই বাজারে অন্যান্য কোম্পানির তৈরির রং এর থেকে দামে অনেকটাই কম। এই রং পরিবেশ বান্ধবও। অন্যান্য রঙের পণ্যের থেকে ৩০-৪০ শতাংশ কম দামে বাজারে পাওয়া যাবে এই রং।

Cow dung paint,Self-reliant women,Chhattisgarh tribal Woman

এই নতুন ভাবনা এবং শিল্পের পাশে দাঁড়াতে ছত্রিশগড় সরকার নির্দেশ দিয়েছেন সব সরকারি ভবনকে শুধুমাত্র এই গোবরের রং দিয়েই রং করা হবে। গৌথান কমিটির চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সম্মান জ্ঞাপনও করেছেন ও এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে তাদের মধ্যে।




Leave a Reply

Back to top button