হাতির ভিডিও, ছুটে এসে পিষে দিল এক বন কর্মীকে সেখানেই মৃত্যু হল তার
জঙ্গলে হাতি ও বাইরে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার কাজ করে চলেন বন কর্মীরা। সাধারণ মানুষদের হাতি যাতে কিছু করতে না পারে সেজন্য সবসময় তারা সতর্ক থাকেন। কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন বনকর্মীদের সুরক্ষার দিক কারা খেয়াল রাখে। ভাবছেন এ কথা কেন বলছি? সম্প্রীতি ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা।

শুভঙ্কর, মহারাষ্ট্র: হাতিকে পছন্দ করেন অনেক মানুষই আছেন। বিশাল আকারের এই প্রাণী সাধারণত শান্ত স্বভাবেরই হয়। হাতি যেমন শান্ত স্বভাবের তেমনই যদি রেগে যায় তাহলে ভয়ংকর রূপ ধারণ করে। বিশেষত জঙ্গলের গভীরেই তাদেরকে দেখা যায়। তবে কিছু কিছু সময় জঙ্গল লাগোয়া গ্রামের ভিতরে ঢুকে পড়ে তারা। জঙ্গলে হাতি ও বাইরে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার কাজ করে চলেন বন কর্মীরা। সাধারণ মানুষদের হাতি যাতে কিছু করতে না পারে সেজন্য সবসময় তারা সতর্ক থাকেন। কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন বনকর্মীদের সুরক্ষার দিক কারা খেয়াল রাখে। ভাবছেন এ কথা কেন বলছি? সম্প্রীতি ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। এক বন কর্মী, হাতির পালের ভিডিও করছিলেন। আর সেই সময়ই একহাতি তেড়ে এসে তাকে পিষে মেরে দেয়।
শনিবারে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায়। বনদপ্তর সূত্রে খবর পাওয়া গেছে, মৃত ব্যক্তির নাম সুধাকর বিক্রম। তিনি বনদপ্তরের চালক ছিলেন। পালাসগাঁওতে শনিবার হঠাৎই ঢুকে পড়ে বুনো হাতির দল। খবর পেয়েই গ্রামবাসীদের সতর্ক করতে সুধাকর সহ বন বিভাগের অন্যান্য কর্মীরা সেখানে পৌঁছায়। বন কর্মীরা যে সময় হাতির পালকে জঙ্গলের ভেতর ঢোকাতে ব্যস্ত ছিল, সেই সময় সুধাকর রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে হাতির পালের একটা ভিডিও করছিলেন। হঠাৎই বুনো হাতির দলের থেকে একটি হাতি তাদের দিকে ছুটে আসতে থাকে।
অন্যান্য বন কর্মীরা পালাতে পারলেও, সুধাকর বাবু পারেননি পালাতে। তিনি ছিটকে মাটিতে পড়ে যান। আর তারপরেই হাতে তাকে পিষে দিয়ে চলে যায়। তার দেহ উদ্ধার করে ময়নাতনের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে বনদপ্তরের শীর্ষ আধিকারিকেরা। কয়েকদিন আগেই বুনো হাতিদের আক্রমণে মারা যান এক বৃদ্ধ আহত হন বেশ কয়েকজন। হাতিরা বারবার কেন আক্রমণ করছে সে বিষয়ে বন দফতরের শীর্ষ আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।