পুজোয় দীঘায় চালু হচ্ছে ‘প্রমোদ ভ্রমণ’

মনে করা হচ্ছে প্রতি বছর পুজোর সময় দীঘায় যা ভিড় হয়, এবারেও তাই হবে। তাই সবদিক ভেবেই এই পদক্ষেপ নিয়েছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

শুভঙ্কর,দীঘা: বাঙালি এক ভ্রমণ প্রেমী জাত। জীবনে যা কিছুই হোক না কেন ঘুরতে যাওয়ার বিষয় বাঙালি সবার সেরা। এই ক্ষেত্রে ঠিক ‘জুড়ি মেলা ভারী’র মতো ব্যাপার। আর যদি সমুদ্রের কথা হয়, তাহলে নাম সর্বদাই আসে দীঘা ও পুরীর। তবে দীঘা হচ্ছে একেবারে ‘চটজলদি খাবার’ এর মতো। অর্থাৎ ভ্রমন প্রেমীদের কাছে দীঘা একটা ‘ইনস্ট্যান্ট হলিডে স্পট’। ইচ্ছে হলেই বেরিয়ে পড়া যায়। তবে, এই দীঘা আর সেই দীঘা নেই। সময়ের সাথে পাল্টেছে দীঘার রূপ। যতো দিন যাচ্ছে দীঘার চেহারা ততোই পাল্টাচ্ছে। তেমনি বৃদ্ধি পাচ্ছে পর্যটকদের ভিড়ও। এবার এই দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে তৎপর প্রশাসন। পুজোর সময় চালু হচ্ছে ‘প্রমোদ ভ্রমণ’। মনে করা হচ্ছে প্রতি বছর পুজোর সময় দীঘায় যা ভিড় হয়, এবারেও তাই হবে। তাই সবদিক ভেবেই এই পদক্ষেপ নিয়েছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

জানা গিয়েছে, এই এক ঘণ্টার ভ্রমণে ম্যানগ্রোভের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে পর্যটকরা। এছাড়া অন্যান্য ব্যবস্থাও থাকছে। মোট ২টি ডেক রয়েছে ও ৮০ টি আসন যাত্রীদের জন্য। পর্যটকদের জন্য থাকছে রেস্তোরাঁও। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মণ্ডল বলেন, “পিপিপি মডেলে চলবে এই পরিষেবা। প্রথমে প্রত্যেকদিন দু’টি করে সফর নির্দিষ্ট করা হয়েছে। চাহিদা বাড়লে আরও বাড়ানো হবে।”

Digha,Beach,Tourism,West Bengal.

ভ্রমণ প্রেমীদের উন্মাদনা যে আরও বাড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই। এই ‘প্রমোদ ভ্রমণ’ দীঘার সৌন্দর্যকে যে আরও সুন্দর করে তুলবে, তা এখনই স্পষ্ট বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মণ্ডল স্পষ্ট করে দিয়েছেন পরবর্তী পরিকল্পনাগুলি। সামনেই দুর্গাপুজো। আর এবার পূজো যেনো আনন্দময় হয়, তার জন্য সমস্তরকম ব্যবস্থা করছে প্রশাসন। আশা করা যাচ্ছে এই সিদ্ধান্তের পর দীঘায় পর্যটক আগের তুলনায় বৃদ্ধি পাবে এবং কিছুটা লাভ করবে ট্যুরিজম ইন্ডাস্ট্রি।




Leave a Reply

Back to top button