ময়রাকাটার জঙ্গলের রাস্তায় রামলালের তামাশা

ট্রাক দাঁড় করিয়ে দিলো রামলাল। তারপর খাবার, জামাকাপড়, অন্যান্য জিনিসপত্র, সবকিছু রাস্তায় ছড়িয়ে দিলো সে।

শুভঙ্কর, পশ্চিম মেদিনীপুর: সবসময় হয়না ‘হাতি মেরে সাথী’র মতো ব্যাপার। খুব কম ক্ষেত্রেই এমন দেখা গেছে। বাস্তব জীবনে ‘হাতি’ শব্দটা শুনলেই চোখের সামনে সবার আগে যেটা ভেসে ওঠে, সেটা হলো শুঁড় দিয়ে ডাক ও আশেপাশের সবকিছু তছনছ করে দেওয়া। যদিও ‘গণপতি বাপ্পা’ আমাদের সবার অত্যন্ত প্রিয় দেবতা, কিন্তু কোথাও না কোথাও চোখের সামনে হঠাৎ বড়ো একটা হাতি দেখলে আমরা সবাই প্রথমে আঁতকেই উঠবো। ঠিক এমনই আতঙ্ক ছড়ায় রামলাল। রামলাল! শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এটি একটি মানুষের নাম। না, তা একেবারেই নয়। রামলাল এক হাতির নাম। কিন্তু কেনো এমন নাম? জানতে চান? তাহলে সবার আগে আপনাদের সোনাই ফ্ল্যাশব্যাকের ঘটনা।

জঙ্গল এলাকায় লাগাতার আসা-যাওয়া তার। কখনো রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে দেয়, কখনো হোটেলে ঢুকে পড়ে, এমনকি মাঝে মাঝে লোকের বাড়িতেও ঢুকে পড়ে এই হাতিটি। যদিও এই সবকিছুর পেছনে তার উদ্দেশ্য খিদে মেটানো। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই হাতিটিকে ঝাড়গ্রাম বাঁকুড়া, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় দেখা যায়। অত্যাচার এই হাতি মহারাজের চরম। তবুও মানুষ এর নাম ভালোবেসে রেখেছে রামলাল। এবার আপনাদের নিয়ে যাই রামলালের রোজের একটি কীর্তি ঘটনায়। সেটি হলো ট্রাক রুখে দেওয়া খাদ্যের জন্য।

Jungle,Elephant,Truck,Food,Ramlala

কার ট্রাক আটকালো রামলাল এবার? কি করলো এবার? স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে রামলাল আছে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলায়। স্বভাব অনুযায়ী, গড়বেতা থানার অন্তর্গত ময়রাকাটার জঙ্গলে রাস্তার উপর একের পর এক ট্রাক দাঁড় করিয়ে দিলো রামলাল। তারপর খাবার, জামাকাপড়, অন্যান্য জিনিসপত্র, সবকিছু রাস্তায় ছড়িয়ে দিলো সে। জঙ্গল এলাকায় একটি রীতি আছে। ট্রাকের সামনে রামলাল এলেই, ট্রাক চালক গাড়ি দাঁড় করিয়ে রামলালকে কিছু খেতে দিয়ে তারপরে আগে এগোয়। এবারেও হলো সেই একই ঘটনা। ঠিক একই ছবি উঠে এলো আজ, অর্থাৎ সোমবার দিনের বেলায়।




Leave a Reply

Back to top button