ভিন্ন স্বাদের ভাই ফোঁটা, থ্যালাসেমিয়া রোগীদের ভাইফোঁটা দিলেন জেলাশাসক

এ এক অভিনব উদ্যোগ থ্যালাসেমিয়া রোগীদের দীর্ঘায়ু কামনা করে ভাই ফোঁটা দিলেন জেলাশাসক

দীপাবলির সময় একেবারে ভিন্নরূপে ধরা দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। একদিকে ১৪ নভেম্বর শিশু দিবস, অন্যদিকে এদিন প্রতিপদ পেরিয়ে দ্বিতীয়া তিথি পড়েছে। তাই মঙ্গলবার বিকেল থেকেই ভাইফোঁটার উৎসবে মেতে উঠেছে বাঙালি। আর এই উৎসব আবহে একেবারে ভিন্নরূপে দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা শাসক তানভির আফজলকে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের মঙ্গল কামনায় ফোঁটা দিলেন তিনি। মঙ্গলবার তমলুক ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই ধরা পড়ল এই ছবি।
East Medinipur News,Bhai phota

কথায় আছে উৎসব সবার। তবুও উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয় অনেকেই। রক্তের মারণ অসুখ থ্যালাসেমিয়া। তাই থ্যালাসেমিয়া আক্রান্তদের কাছে উৎসব যেন কিছুটা ফিকে। কিন্তু তারাই বা উৎসবের আনন্দ থেকে বাদ পড়বে কেন! তাই তমলুক ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই শিশু দিবস আয়োজন করা হয়। যেখানে দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের আনন্দ দেওয়াই মূল উদ্দেশ্য ছিল। তাই অ্যাসোসিয়েশনের সদস্যরা শিশুদের জন্য ভাইফোঁটার আয়োজন করেন।

এদিন  আক্রান্ত শিশুদের প্রথমে ফোঁটা দেন তিনি। তারপর শিশুদের সঙ্গে কেক কেটে শিশু দিবস উদযাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক বলেন,”থ্যালাসেমিয়া একটি দুরারোগ্য ব্যাধি। এই রোগ রোগের একমাত্র চিকিৎসা ব্লাড ট্রান্সমিউশন। অর্থাৎ রোগীকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রক্ত দেওয়া। তার জন্য প্রয়োজন রক্ত। তাই রক্ত দান করুন।” এছাড়াও, বিভিন্ন ক্লাব বা সংগঠনদেরকে রক্তদান কর্মসূচি রাখার আহ্বান জানান।




Leave a Reply

Back to top button