সাধ্যের মধ্যে এবার নিজেদের গাড়ি কেনার স্বপ্ন পূরণ

রতন টাটা মাত্র ৭ লক্ষ টাকায় ইলেকট্রনিক ভার্সানে গাড়ি লঞ্চ করতে চলেছে। আর কি কি আছে গাড়িটিতে? জানতে হলে প্রতিবেদনটি এক ঝলক দেখে নিন।

শুভঙ্কর, মুম্বাই: গাড়ি চড়তে কে বা না ভালোবাসে। কিন্তু সকলের পক্ষে গাড়ি কেনা সম্ভব হয়ে ওঠে না। কেউ কেউ চায় কম বাজেটে নিজেদের সাধ্যের মতো একটা গাড়ি কিনতে। যদি আপনিও তাদের মধ্যেই পড়েন তাহলে রয়েছে সুখবর। আর আপনাদের যদি টাটা কোম্পানি ভালো লাগে তাহলে তো আর কোন কথাই নেই। কারণ টাটা কোম্পানি লঞ্চ করতে চলেছে অসাধারণ একটি গাড়ি। যা আপনাদের সাধ্যের মধ্যেই হবে। তাহলে এবার আসুন রতন টাটা কি ধরনের গাড়ি লঞ্চ করতে চলেছে সেই সম্পর্কে একটু জেনে নিই। রতন টাটা যে গাড়িটি লঞ্চ করছে তার দাম শুনলে চমকে যাবেন। মাত্র ৭ লক্ষ টাকার একটি গাড়ি লঞ্চ করছে। কি অবাক হলেন তো। শুধু ৭ লক্ষ টাকা শুনে চমকালেই হবে না। চমকানোর আরও একটা কথা বাকি আছে। সেটা হল এই গাড়িটি ইলেকট্রিক গাড়ি। কি ইলেকট্রিকের মতো ঝটকা খেলেন? কিন্তু এটাই সত্যি। টাটা যে লঞ্চ করতে চলেছে গাড়িটি তা ইলেকট্রিক ভার্সনেই হবে।

আর কি রয়েছে গাড়িটিতে জানতে চান তো? গাড়িটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য গাড়িটিতে একবার চার্জ দিলেই যেতে পারবে একদম ২৫০ কিলোমিটার। এছাড়াও গাড়িটিতে রয়েছে দারুন ব্যাটারি প্যাক। জানা যাচ্ছে এই ব্যাটারি তৈরি করা হচ্ছে লিথিয়াম আয়রন দিয়ে। আর এই ব্যাটারির সাহায্যে ব্যাকআপও পাওয়া যাবে ভালো। এছাড়াও গাড়িটি চার্জ হতে বেশি সময় নেয় না খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। কোম্পানি তরফ থেকে বলা হচ্ছে এক ঘন্টাতেই গাড়িটি পুরো চার্জ হয়ে যায়। তবে যদি সাধারণ চার্জার দিয়ে এই ব্যাটারীতে চার্জ দেওয়া হয় তাহলে সেটা ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগবে।

Car,Tata Motors,Electric Vehicle,Tata nano

আর কি আছে গাড়িটিতে? গাড়িটিতে এয়ার ব্যাগ রয়েছে চারটি। আর রয়েছে অটোমেটিক হেডল্যাম্প, ক্র্যাশ সেন্সর। এছাড়াও এর ভিতর রয়েছে পার্কিং সেন্সর এবং ক্রুজ নিয়ন্ত্রণ। তাই এই গাড়িটা খুবই নিরাপদ। এত ভালো এত উন্নত মডেলের গাড়ি মানুষ মাত্র সাত লক্ষ টাকায় পেয়ে যাবেন। তবে নতুন সংস্কার যখন আসবে তখন আরো উন্নতি করা হবে বলেই জানানো হচ্ছে। আপাতত মনে করা হচ্ছে নতুন বছর এই গাড়িটি লঞ্চ হতে পারে।




Leave a Reply

Back to top button