“সৌর শহর হবে অযোধ্যা” ঘোষণা যোগী সরকারের
যোগী আদিত্যনাথ বলেন, “অযোধ্যা সৌর বিদ্যুতে চলবে। সূর্যবংশের রাজধানী অযোধ্যা।”

শুভঙ্কর, উত্তর প্রদেশ: রাম মন্দির! এই শব্দটা এই মুহূর্তে বিজেপির কাছে অস্ত্র ও আবেগ দুটোই। এই রাম মন্দির জুড়ে রয়েছে নানা ঘটনা। উত্তরপ্রদেশে ঘটেছিল এক ভয়ংকর পর্ব। শুধু উত্তরপ্রদেশে নয়, গোটা দেশে লেগে গেছিল হিন্দু বনাম মুসলিম যুদ্ধ। সেই দাঙ্গায় হয়েছিল বহু নিরীহ লোকের মৃত্যু। রাম মন্দির নিয়ে মামলা গড়ায় আদালত অবধি। শেষ অবধি কোর্টের রায় যায় হিন্দুদের পক্ষে। এবার ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গেছে, শুধু রামমন্দিরের উদ্বোধন নন, ওই দিনই রামলালার মূর্তি স্থাপন করা হবে এবং অযোধ্যায় সোলার সিটির একটি মেগা প্রকল্পের উদ্ধোধন করবেন তিনি। যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যাকে ‘সোলার সিটি’ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, “অযোধ্যা সৌর বিদ্যুতে চলবে। সূর্যবংশের রাজধানী অযোধ্যা।” রাজ্য সরকারের পরিকল্পনা হল, সরযূ নদীর তীরে বিশাল এলাকায় একদিকে সৌর প্যানেল থাকবে আর এক প্রান্তে থাকবে চার্জিং স্টেশন। যানবাহন থেকে মোবাইল সবই চার্জ দেওয়া যাবে সেখানে। বাড়তি বিদ্যুৎ অযোধ্যা নগরীর বাড়িঘর, দোকান-বাজার, অফিস ইত্যাদিতে দেওয়া হবে।
উত্তর প্রদেশ সরকারের দাবি, গোটা একটি শহরকে সৌর বিদ্যুতে চালানোর এমন মেগা প্রকল্প দেশের কোথাও নেওয়া হয়নি। জানা গেছে, সোলার প্যানেল বসানোর কাজ শেষ পর্যায়। উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে রাম মন্দির উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার দেখার বিষয় তার আগে জাতীয় রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে। বিজেপি সরকার রাম মন্দির করলেও বিরোধীদের পরিকল্পনা কি হবে সেটার উপর নজর সবার।